১৫ মে ২০২৩ সোমবার, ১১:৪০ এএম
স্টাফ রিপোর্টার
শেয়ার বিজনেস24.কম
![]() |
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘মোখা’র কারণে স্থগিত হওয়া এসএসসি ও সমমানের স্থগিত হওয়া পরীক্ষাগুলো ২৩ মের পর অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, `সব বোর্ডের সমন্বয়ের মাধ্যমে পরবর্তীতে সময় জানিয়ে দেয়া হবে।`
সোমবার (১৫ মে) সকাল সাড়ে ১০টায় রাজধানীর সরকারি টিচার্স কলেজে আয়োজিত অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। ডা. দীপু মনি বলেন, `এসএসসি ও সমমানের সব লিখিত পরীক্ষা শেষ হবে ২৩ মে। এরপর যে পরীক্ষাগুলো স্থগিত আছে সেগুলোর সময় তারিখ জানিয়ে দেয়া হবে।`
সারাদেশে গত ৩০ এপ্রিল থেকে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। মাঝপথে আসার পর ঘূর্ণিঝড় মোখার সম্ভাব্য ক্ষয়ক্ষতির কথা বিবেচনা করে গত শনিবার (১৩ মে) এক অফিস আদেশে এসএসসি ও সমমানের রোব ও সোমবারের (১৪ ও ১৫ মে) পরীক্ষা স্থগিত করে ছয়টি শিক্ষাবোর্ড। এর আগে ১৪ মে পরীক্ষা স্থগিত করেছিল পাঁচটি শিক্ষাবোর্ড।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।