৩০ নভেম্বর ২০১৬ বুধবার, ০৮:৫৯ পিএম
শেয়ার বিজনেস24.কম
মাইক্রোসফটের নতুন অ্যাপঅ্যান্ড্রয়েড মোবাইল ফোন ব্যবহারকারীদের জন্য আরও একটি দারুণ অ্যাপ্লিকেশন চালু করল মাইক্রোসফট। এই অ্যাপ ব্যবহার করে যেকোনো স্ক্রিন থেকে টেক্সট কপি করতে পারবেন ব্যবহারকারী।
মাইক্রোসফটের গ্যারেজ টিম এই অ্যাপ তৈরি করে গুগল প্লেস্টোরে উন্মুক্ত করেছে। ফলে শুধু অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা ‘ক্লিপ লেয়ার’ নামের অ্যাপটি ব্যবহারের সুযোগ পাবেন।
যেকোনো স্ক্রিন অর্থাৎ, যেসব স্ক্রিন থেকে টেক্সট ‘সিলেকশন’ বা নির্বাচন করা যায় না, সেই স্ক্রিন থেকেও টেক্সট কপি করে তা থার্ড-পাটির কোনো অ্যাপে পেস্ট করার সুযোগ পাবেন ব্যবহারকারী।
মাইক্রোসফটের এই অ্যাপটির আকার মাত্র ১ দশমিক ৬৪ এমবি। এটি অনেকটাই ইউনিভার্সাল কপির মতো কাজ করে। তবে এর ব্যবহার আরও অনেক সহজ করেছে মাইক্রোসফট।
ক্লিপ লেয়ার অ্যাপ চালু করলে স্ক্রিনের পুরো টেক্সটকে তা পড়বে এবং কপি করবে। এ ছাড়া ব্যবহারকারী নির্দিষ্ট অংশ নির্বাচন করেও তা কপি করতে পারবেন। এরপর ডান দিকের কোনায় থাকা ‘টি’ বাটন চেপে কতটুকু সিলেক্ট হয়েছে, তা ঠিক করা যাবে। এরপর নির্বাচিত ওই টেক্সট ক্লিপবোর্ডে কপি করে যেকোনো ইনস্ট্যান্ট মেসেঞ্জার অ্যাপ, ফেসবুক বা পরে অন্যান্য কাজে ব্যবহারের জন্য সংরক্ষণ করা যাবে।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।