facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ১৯ অক্টোবর শনিবার, ২০২৪

Walton

মোবাইল ব্যাংকিংয়ে নিজস্ব অ্যাকাউন্ট ব্যবহার করেন ৭.২ শতাংশ নারী


০৪ জুন ২০২৩ রবিবার, ০৮:০৪  পিএম

স্টাফ রিপোর্টার

শেয়ার বিজনেস24.কম


মোবাইল ব্যাংকিংয়ে নিজস্ব অ্যাকাউন্ট ব্যবহার করেন ৭.২ শতাংশ নারী

বিশ্বব্যাংক ও জিএসএমএর তথ্য অনুযায়ী, দেশে ৭.২ শতাংশ নারী মোবাইল ব্যাংকিং এমএফএস-এ নিজস্ব অ্যাকাউন্ট ব্যবহার করছেন। আর প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এসএফএস-এ সেবা গ্রহণ করছেন ২০ শতাংশ নারী। একই সাথে বিআইডিএস ও এডিবি ২০২১ তথ্য অনুযায়ী, এসএফএস-এ সেবার সাথে ৫৭.৮% নারীর সম্পৃক্ততা নেই।

রোববার (৪ জুন) ইনোভেশন অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েটস (আইডিয়া) ফাউন্ডেশনের আয়োজনে বঙ্গবন্ধু সামরিক জাদুঘরের সেমিনার হলে ‘জেন্ডার ডাইমেনশন অফ ডিজিটাল ফিনান্সিয়াল সার্ভিসেস (ডিএফএস) ইন বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে এসব তথ্য জানানো হয়।

বিশ্বব্যাংকের সাবেক বিকল্প নির্বাহী পরিচালক, সাবেক সচিব ও আইডিয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান কাজী এম. আমিনুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. হাসানুজ্জামান কল্লোল, বিশেষ অতিথি ছিলেন বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের ইনট্রিম সিনিয়র প্রোগ্রাম অফিসার ও জেন্ডার অ্যাডভাইজর স্নিগ্ধা আলী।

দেশের মধ্যে এমএফএস-এর এজেন্টশিপ দেওয়ার ক্ষেত্রে নারীর জন্য কোটা বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে নির্দিষ্ট ও নিশ্চিত করার প্রস্তাব দেওয়া হয়। তাছাড়া দাতা সংস্থা থেকে অনেক সময় অনুদান প্রদানে অডিট আপত্তি থাকে, যার কারণ হচ্ছে অনুদান গ্রহণ করছে নারী, কিন্তু এমএফএস অ্যাকাউন্ট পুরুষের নামে। এসব বিষয়ে নজদারি এবং সমধানের জন্য সরকারকে নীতি তৈরি করতে অনুরোধ জানান সেমিনারের আলোচকরা।

সেমিনারে স্বাগত বক্তব্য দেন আইডিয়া ফাউন্ডেশনের মহাসচিব ও সাবেক সিনিয়র সচিব মোহাম্মদ শহিদুল হক। সঞ্চালনা করেন আইডিয়া ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান এবং প্রাক্তন মুখ্য সচিব ও মুখ্য সমন্বয়ক (এসডিজি) মো. আবুল কালাম আজাদ। আলোচক ছিলেন বিসনেস ইনিশিয়েটিভ লিডিং ডেভেলপমেন্ট-বিল্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ফেরদৌস আরা বেগম এবং ডিপার্টমেন্ট অফ ইকোনমিক্স, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. সায়মা হক বিদিশা। সারসংক্ষেপ উপস্থাপন করেন আইডিয়া ফাউন্ডেশন সিনিয়র সমাজবিজ্ঞানী খন্দকার সাখাওয়াত আলী।

মূল প্রবন্ধ উপস্থাপন করে আইডিয়া ফাউন্ডেশনের সিনিয়র গবেষক ড. মনজুর হোসাইন বলেন, ডিএফএস বাংলাদেশে ২০১০ সালের গোড়ার দিকে শুরু হয় এবং আর্থিক অন্তর্ভুক্তিতে একটি বিপ্লব ঘটিয়েছে। মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসেসে (এমএফএস) মহিলাদের প্রবেশাধিকার আর্থিক ব্যবহারের ক্ষেত্রে পুরুষ ও মহিলাদের মধ্যে ব্যবধান কমাতে একটি অনুঘটক ভূমিকা পালন করে। পোশাক শিল্প তৈরি (আরএমজি) এবং অন্য শিল্পখাতের শ্রমিকদের মজুরি প্রদানে এমএফএস ব্যবহার করা হয়। অনেক চ্যালেঞ্জ থাকার পরও ডিএফএস জনপ্রিয় হচ্ছে। এসময় তিনি বিভিন্ন পরিসংখ্যানও তুলে ধরেন।

নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. হাসানুজ্জামান কল্লোল বলেন, নারী-পুরুষের সমতা নির্মাণে ডিজিটাল ব্যাংকিং সিস্টেম ও মোবাইল ব্যাংকিং সিস্টেম-এর সাথে সংযোগ রেখে নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয় নানাবিধ প্রকল্প হাতে নিয়েছি এবং কয়েকটি প্রকল্প ইতোমধ্যে চালু হয়েছে। যেখানে নারীরা এই প্রকল্পসমূহের আওতায় এসে দেশে-বিদেশে পণ্য রফতানি করতে পারছে।

বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের ইনট্রিম সিনিয়র প্রোগ্রাম অফিসার ও জেন্ডার অ্যাডভাইজর স্নিগ্ধা আলী বলেন, গবেষণা থেকে প্রাপ্ত বিভিন্ন তথ্য সরকারি ও বেসরকারি সংশ্লির্ষ্ট সকলে মিলে নীতি-নির্ধারকদের সাহায্যার্থে কাজ করে যাচ্ছি। সম্মিলিত প্রয়াসের মূল উদ্দ্যেশ হলো গার্মেন্টস, চা-শিল্প ও গৃহস্থালি কাজে নিয়োজিত সকল নারী শ্রমিকদেরকে আর্থিক অন্তর্ভুক্তির আওতায় এনে ডিজিটাইজ অর্থনীতি তথা স্মার্ট বাংলাদেশ নির্মাণে এগিয়ে যাওয়া। এজন্য দেশে ডমিস্টিক ওয়ার্কারের সংখ্যা ৯.৫ মিলিয়ন, এদেরকেও মূলধারার মধ্যে নিয়ে আসতে হবে।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: