facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২৮ ডিসেম্বর শনিবার, ২০২৪

Walton

মোস্তাফিজের আঘাত ‘গুরুতর নয়’


১৮ ফেব্রুয়ারি ২০২৪ রবিবার, ০২:১৩  পিএম

স্পোর্টস ডেস্ক

শেয়ার বিজনেস24.কম


মোস্তাফিজের আঘাত ‘গুরুতর নয়’

মাথা ফেটে গেছে। রক্তও ঝড়েছে। তবে স্বস্তির হচ্ছে, মোস্তাফিজুর রহমানের আঘাতটা গুরুতর নয়। রোববার (১৮ ফেব্রুয়ারি) সকালে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলনের সময় নেটে মাথায় বলের আঘাত পান মোস্তাফিজুর রহমান। চট্টগ্রামের ইম্পেরিয়াল হাসপাতালে নেয়া হয় তাকে। সেখানে হয়েছে দরকারি সব পরীক্ষানিরীক্ষা।

হাসপাতালের পরীক্ষানিরীক্ষা শেষে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের টিম ফিজিও জাহিদুল ইসলাম সজল বিবৃতিতে জানিয়েছেন, ‘‘সিটি স্ক্যানের পর আমরা সন্তুষ্ট যে, এটা কেবলই বাহ্যিক ইনজুরি। ভেতরে কোনও রক্তক্ষরণ হয়নি। মোস্তাফিজ এখন কুমিল্লা ভিক্টোরিয়ানসের ফিজিও দলের নিবিড় তত্ত্বাবধানে আছেন। তার ক্ষতে সেলাই দেওয়া হয়েছে।’’

সকালে দলের অনুশীলনে নেটে বল করছিলেন মোস্তাফিজ। অপর প্রান্তে তখন ব্যাট করছিলেন লিটন দাস। রান আপের শেষ প্রান্তে মোস্তাফিজ পৌঁছানোর পর পেছনে ফিরে তাকান কারও ডাকে। তখনই তার মাথার পেছনের দিকে লাগে উড়ে আসা একটি বল।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন:

খেলার জগৎ -এর সর্বশেষ