facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ০১ এপ্রিল মঙ্গলবার, ২০২৫

Walton

মোহামেডানের দাপুটে জয়, আবাহনী ও গাজীরও দুর্দান্ত সাফল্য


১৫ মার্চ ২০২৫ শনিবার, ০৭:০৮  পিএম

ডেস্ক রিপোর্ট

শেয়ার বিজনেস24.কম


মোহামেডানের দাপুটে জয়, আবাহনী ও গাজীরও দুর্দান্ত সাফল্য

ঢাকা প্রিমিয়ার লিগে আজ মোহামেডান স্পোর্টিং ক্লাব, আবাহনী লিমিটেড ও গাজী গ্রুপ ক্রিকেটার্স নিজেদের ম্যাচে জয় তুলে নিয়েছে। তবে ধারাবাহিক সেঞ্চুরির পর আজ ব্যর্থ হয়েছেন তামিম ইকবাল, কিন্তু তাতে জয় থেমে থাকেনি মোহামেডানের।

মোহামেডানের টানা চতুর্থ জয়

প্রথম ম্যাচ হারার পর থেকেই দারুণ ছন্দে আছে মোহামেডান। আজ তারা লিজেন্ডস অব রূপগঞ্জকে ৯৪ রানের বড় ব্যবধানে হারিয়েছে। মিরপুরে ৯ উইকেটে ২৫৩ রান তোলে মোহামেডান। তবে আগের দুই ম্যাচে সেঞ্চুরি পাওয়া তামিম আজ আউট হয়েছেন মাত্র ২৮ রানে। জবাবে রূপগঞ্জ অলআউট হয় মাত্র ১৫৯ রানে। বল হাতে ৪৩ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন মেহেদী হাসান মিরাজ।

আবাহনীর বড় জয়, ফিরলেন মুমিনুল

ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে আবাহনী ৩১০ রানের বিশাল স্কোর গড়ে। সাত বছর পর লিস্ট ‘এ’ ক্রিকেটে সেঞ্চুরির সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি মুমিনুল হক, ফিরেছেন ৯২ রানে। জবাবে ব্রাদার্স পুরো ৫০ ওভার খেলেও ৭ উইকেটে ২৩০ রান তুলতে সক্ষম হয়। আবাহনী জয় পায় ৮০ রানের ব্যবধানে।

গাজীর দুর্দান্ত জয়, ধসে গেল প্রাইম ব্যাংক

টানা দুই ম্যাচে রেকর্ড ৪২২ রান করা প্রাইম ব্যাংক আজ পুরোপুরি ব্যর্থ। গাজী গ্রুপের মাত্র ১৮৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ২৩.২ ওভারেই অলআউট হয়েছে ৮৯ রানে! গাজীর হয়ে আবু হাশিম ৩ উইকেট নেন, আর ব্যাট হাতে এনামুল হক করেন সর্বোচ্চ ৪৮ রান।

ঢাকা প্রিমিয়ার লিগের উত্তেজনা প্রতিদিনই বাড়ছে, যেখানে দলগুলোর পারফরম্যান্স নতুন মোড় নিচ্ছে।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: