facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ৩০ অক্টোবর বুধবার, ২০২৪

Walton

মৎস্যখাতে অবদান রাখায় সম্মাননা পেলেন ৩ চাষি


০১ আগস্ট ২০২৪ বৃহস্পতিবার, ১২:৩৯  পিএম

স্টাফ রিপোর্টার

শেয়ার বিজনেস24.কম


মৎস্যখাতে অবদান রাখায় সম্মাননা পেলেন ৩ চাষি

বাগেরহাটে মাছ চাষে অবদান রাখায় তিন চাষিকে সম্মাননা দিয়েছেন মৎস্য অধিদপ্তর। জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে বুধবার (৩১ জুলাই) জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত আয়োজিত অনুষ্ঠানে এসব চাষিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন জেলা প্রশাসক মোহা. খালিদ হোসেন।

সম্মাননাপ্রাপ্তরা হলেন- রামপাল উপজেলার মল্লিকেরবের এলাকার মো. রেদওয়ান মারুফ, মোল্লাহাট উপজেলার কুলিয়া এলাকার আলমগীর শেখ ও মোংলা উপজেলার দক্ষিণ কাইনমারী এলাকার সেখ মো. সেলিম। তাদের মধ্যে মো. রেদওয়ান মারুফকে বাগদা উৎপাদন, আলমগীর শেখকে গলদা এবং সেখ মো. সেলিমকে তেলাপিয়া মাছ উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় সম্মাননা দেওয়া হয়।

মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে আলোচনা সভায় বক্তব্য দেন বাগেরহাটের জেলা প্রশাসক মোহা. খালিদ হোসেন, পুলিশ সুপার আবুল হাসনাত খান, বাগেরহাটে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক শঙ্কর কুমার মজুমদার, বাগেরহাট জেলা মৎস্য কর্মকর্তা এ এস এম রাসেল, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ফেরদাউস আনছারি, বীর মুক্তিযোদ্ধা নকিব সিরাজ উদ্দিন প্রমুখ।

এর আগে মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে জেলা পরিষদ অডিটোরিয়ামের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় মৎস্য চাষি, মৎস্য কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: