facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২২ এপ্রিল মঙ্গলবার, ২০২৫

Walton

যশোরের ঝিকরগাছায় উপশাখা চালু করলো ব্র্যাক ব্যাংক


০৬ জুলাই ২০২৩ বৃহস্পতিবার, ০৮:২৯  পিএম

স্টাফ রিপোর্টার

শেয়ার বিজনেস24.কম


যশোরের ঝিকরগাছায় উপশাখা চালু করলো ব্র্যাক ব্যাংক

ব্র্যাক ব্যাংক সম্প্রতি যশোরের ঝিকরগাছায় উপশাখা চালু করেছে। উপ-শাখাটি কৌশলগতভাবে ঝিকরগাছা-বেনাপোল মেইন রোডে অবস্থিত এবং বেনাপোল স্থলবন্দরের নিকটবর্তী বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ এলাকায় গ্রাহকদের দৈনন্দিন ব্যাংকিং সেবা প্রদান করবে।

ব্র্যাক ব্যাংক-এর হেড অব রিটেইল ব্যাংকিং মো: মাহীয়ুল ইসলাম গত ১২ জুন ২০২৩ ঝিকরগাছার কোরবান মার্কেটে আনুষ্ঠানিকভাবে উপশাখাটির উদ্বোধন করেন।

এসময় হেড অব ব্রাঞ্চেস শেখ মোহাম্মদ আশফাক, রিজিওনাল হেড, ঢাকা সাউথইস্ট ও খুলনা এস এম এমদাদুল হক; ক্লাস্টার ও ব্রাঞ্চ ম্যানেজার, যশোর শাখা কাজী শাকিল আখতার, এবং ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

ঝিকরগাছা উপশাখায় গ্রাহকরা অ্যাকাউন্ট খোলা, নগদ জমা ও উত্তোলন, ডিপোজিট পেনশন স্কিম, ইএফটিএন ও আরটিজিএস-এর মাধ্যমে যেকোনো ব্যাংকে তহবিল স্থানান্তর, রেমিট্যান্স সেবা, ইউটিলিটি বিল, ক্রেডিট কার্ড, স্টুডেন্ট ফাইল, কনজিউমার লোন, ডেবিট কার্ড সেবা পাবেন। এছাড়াও চেকবুক প্রসেসিং, আস্থা অ্যাপে এনরোলমেন্ট, স্কুল ব্যাংকিং, সঞ্চয়পত্রসহ আরও অনেক সেবা পাওয়া যাবে। তবে উপশাখাগুলোতে বৈদেশিক মুদ্রার সেবা থাকছে না।

২০২২ সালে ব্র্যাক ব্যাংক সারাদেশে গ্রাহকদের দোরগোড়ায় সর্বোত্তম ব্যাংকিং সেবা পৌঁছে দিতে মাল্টি-চ্যানেল ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কে উপশাখা (সাব-ব্রাঞ্চ) যুক্ত করে। বাংলাদেশ ব্যাংকের লাইসেন্স অনুযায়ী ব্র্যাক ব্যাংক উপশাখা কার্যক্রম শুরু করে।

আরও বেশি মানুষের কাছে পৌঁছাতে ও দেশব্যাপী উপস্থিতি বিস্তৃত করার লক্ষ্যে ব্র্যাক ব্যাংক মাল্টি-চ্যানেল স্ট্র্যাটেজি গ্রহণ করেছে। এর অংশ হিসেবে দেশব্যাপী উপশাখা চালু করা হচ্ছে। ব্যাংকিং সুবিধার বাইরে থাকা মানুষদেরকে আর্থিক সেবার আওতায় নিতে আসতে ব্র্যাক ব্যাংক প্রতিশ্রুতিবদ্ধ। তাই গ্রামীণ ও উপশহর অঞ্চলে নেটওয়ার্ক সম্প্রসারণ করা হচ্ছে। দ্রুত উপশাখা নেটওয়ার্ক সম্প্রসারণ করে ব্র্যাক ব্যাংক এই সেগমেন্টে অগ্রগামী অবস্থানে পৌঁছতে চায়।

 

 

 

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন:

কর্পোরেট -এর সর্বশেষ