০৮ জানুয়ারি ২০২৪ সোমবার, ০৪:৩৪ পিএম
আন্তর্জাতিক ডেস্ক
শেয়ার বিজনেস24.কম
![]() |
যুক্তরাষ্ট্রের পাঁচটি প্রতিরক্ষা ফার্মের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে চীন। তাইওয়ানে সঙ্গে অস্ত্র বিক্রির সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাদের ওপর নিষেধাজ্ঞা দেয়া হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
তাইওয়ান নিজেদের স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র হিসেবে দেখে। তাদের নিজস্ব সংবিধান ও গণতান্ত্রিকভাবে নির্বাচিত নেতা রয়েছে। তবে দ্বীপটিকে নিজেদের ভূখণ্ডের অংশ বলে দাবি করে আসছে চীন। তবে তাইওয়ানকে বরাবরই সমর্থন দিয়ে আসছে যুক্তরাষ্ট্র।
আগামী ১৩ জানুয়ারি তাইওয়ানে প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচন। তার আগে এমন নিষেধাজ্ঞা বিশেষ গুরুত্ব বহন করে বলে জানিয়েছে বিবিসি। তাইওয়ানে অস্ত্র বিক্রি নিয়ে আরে আগেও একাধিকবার মুখোমুখি অবস্থান নিয়েছে যুক্তরাষ্ট্র-চীন।
গত মাসে মার্কিন পররাষ্ট্র দপ্তর তাইওয়ানের তথ্য ব্যবস্থার জন্য ৩০ কোটি ডলারের সহায়তা ঘোষণা করে। এরপর গতকাল রবিবার এক বিবৃতিতে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, যুক্তরাষ্ট্রে চরম ভুল পদক্ষেপের কারণে তারা পাল্টা পদক্ষেপ নিচ্ছে।
তাদের দাবি, সাম্প্রতিক এই অস্ত্র বিক্রি চীনের সার্বভৌমত্বের ওপর আঘাত। এটি তাইওয়ান প্রণালী শান্তি ও স্থিতিশীলতা বিনষ্ট করবে। ওই পাঁচ প্রতিষ্ঠানগুলোহলো বিএই সিস্টেম ল্যান্ড অ্যান্ড আর্মামেন্ট, অ্যালিয়ান্ট টেক সিস্টেম অপারেশন, অ্যারোভাইরনমেন্ট, ভিয়াস্যাট ও ডাটা লিংক সলিউশনস। এই কোম্পানিগুলোর সম্পদ জব্দ করার পাশাপাশি চীনে তাদের কর্মীদের নিষিদ্ধ করা হবে বলে জানিয়েছে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।