facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২০ এপ্রিল রবিবার, ২০২৫

Walton

যুক্তরাষ্ট্রে জিএসপি সুবিধা ফেরানোর উদ্যোগ


১৮ এপ্রিল ২০২৫ শুক্রবার, ০৮:৩২  পিএম

ডেস্ক রিপোর্ট

শেয়ার বিজনেস24.কম


যুক্তরাষ্ট্রে জিএসপি সুবিধা ফেরানোর উদ্যোগ

 

যুক্তরাষ্ট্রের বাজারে অগ্রাধিকারমূলক বাজার সুবিধা (জিএসপি) পুনরুদ্ধারের চেষ্টা চালাচ্ছে বাংলাদেশ সরকার। পাশাপাশি, দেশটির সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে জ্বালানি খাতের বিনিয়োগকারীদের সঙ্গে বৈঠকের উদ্যোগ নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সচিবালয়ে সরকারি ক্রয় ও অর্থনৈতিক বিষয় সংক্রান্ত বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমদ।

তিনি জানান, বিশ্বব্যাংক ও আইএমএফের বৈঠকে অংশ নিতে আগামী শনিবার যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন তিনি। এই সফরের সময় তিনি ইউনাইটেড স্টেটস ট্রেড রিপ্রেজেন্টেটিভ (ইউএসটিআর), বিনিয়োগকারী এবং রফতানিকারকদের সঙ্গে বৈঠক করবেন।

ট্রাম্প প্রশাসন আমলে বাংলাদেশের রপ্তানি পণ্যের ওপর ৩৭ শতাংশ শুল্ক আরোপের পর যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি বেড়ে যায়। এ ঘাটতি কমাতে বর্তমান সরকার বিশেষ পরিকল্পনা নিয়েছে। তারই অংশ হিসেবে এই বৈঠকগুলো অনুষ্ঠিত হবে বলে জানান অর্থ উপদেষ্টা।

বাণিজ্য ঘাটতি প্রসঙ্গে ড. সালেহউদ্দিন বলেন, যুক্তরাষ্ট্র থেকে এলএনজি ও মেশিনারিজ আমদানি করলে সামগ্রিক ঘাটতি কমবে, তবে সরকার চায় স্বাভাবিকভাবে বাণিজ্য সম্প্রসারিত হোক। বিশেষ করে, মার্কিন বাজারে বাংলাদেশের রপ্তানি পণ্যের প্রবেশাধিকারে জিএসপি সুবিধা পুনরায় চালুর বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, যদিও জিএসপির সঙ্গে শ্রম আইন ও ট্রেড ইউনিয়ন কার্যক্রমের উন্নয়নসহ নানা বিষয় জড়িত, তবে বাংলাদেশের তৈরি পোশাকের গুণগত মান এখন আন্তর্জাতিকভাবে স্বীকৃত। আগামী তিন-চার মাসের মধ্যে রপ্তানি বহুমুখীকরণের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।

এ সফরে বাজেট সহায়তার জন্য বিশ্বব্যাংক ও আইএমএফের সঙ্গে আলোচনা হবে। পাশাপাশি এডিবি, আইএমএফ এবং ওপেক ফান্ডের প্রকল্পগুলোর অগ্রগতি নিয়েও আলোচনা হবে। অর্থ উপদেষ্টা আশা প্রকাশ করেন, বিশ্বব্যাংক ও ওপেক ফান্ডের সঙ্গে দুটি চুক্তি সম্পন্ন হতে পারে।

এছাড়া, আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এর সঙ্গে বৈঠকের পরিকল্পনা রয়েছে, যারা কক্সবাজার অঞ্চলে কাজ করছে। সফরের অংশ হিসেবে রূপপুর পারমাণবিক প্রকল্পের পেমেন্ট সংক্রান্ত বিষয়ে ইউএস ট্রেজারি বিভাগের সঙ্গেও আলোচনা হবে, কারণ বর্তমানে অর্থ পরিশোধে কিছু বিধিনিষেধ রয়েছে।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন:

অর্থ ও বাণিজ্য -এর সর্বশেষ