facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ১৫ জানুয়ারি বুধবার, ২০২৫

Walton

যে খবরে রেনাটার শেয়ার দর বাড়ায় লাফ


০৩ সেপ্টেম্বর ২০২৪ মঙ্গলবার, ১০:৫৪  এএম

ডেস্ক রিপোর্ট

শেয়ার বিজনেস24.কম


যে খবরে রেনাটার শেয়ার দর বাড়ায় লাফ

পুঁজিবাজারে ওষুধ ও রসায়ন খাতে তালিকাভুক্ত কোম্পানি রেনাটা পিএলসির ক্যাবারগোলিন নামের ওষুধ ইউরোপে অনুমোদন পেয়েছে। ইইউ ডিসেন্ট্রালাইজড প্রসিডিউরের (ডিসিপি) অধীনে এ অনুমোদন পায় কোম্পানিটি।

গতকাল সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিকে আজ মঙ্গলবার বেলা ১০ টা ৫০ মিনিটে এ কোম্পানির শেয়ার দর ১৯ টাকা ৮০ পয়সা বেড়ে সবশেষ লেনদেন হয়েছে ৭৯০ টাকায়। বাজার সংশ্লিষ্টরা বলেন, ইউরোপের বাজারে রেনাটার ওষুধ অনুমতি পাওয়ার খবরে আজ শেয়ারটি নিয়ে এক শ্রেণির বিনিয়োগকারীর আগ্রহ বেড়েছে। ফলে চাহিদা বাড়ায় শেয়ারটির দর লাফিয়ে বেড়েছে।

ডিএসইতে গতকাল রেনাটা পিএলসির শেয়ার সর্বশেষ ৭৭০ টাকা ২০ পয়সায় লেনদেন হয়েছে। গত এক বছরে কোম্পানিটির শেয়ার ৬০৮ টাকা ৩০ পয়সা থেকে ১ হাজার ২১৭ টাকা ৯০ পয়সায় ওঠানামা করে।

জানা যায়, কোম্পানিটির ক্যাবারগোলিন নামের দশমিক ৫ মিলিগ্রাম ট্যাবলেট ইউরোপের আয়ারল্যান্ড, ফ্রান্স, পর্তুগাল, ইতালি, ডেনমার্ক, সুইডেন, নেদারল্যান্ডস, নরওয়ে ও স্পেনের বাজারে অনুমোদন পেয়েছে। এটি প্রাথমিকভাবে হাইপারপ্রোল্যাক্টিনেমিয়া ও পারকিনসন রোগের চিকিৎসায় ব্যবহার করা হয়।

কোম্পানিটি জানিয়েছে, ইউরোপীয় বাজারের চাহিদা ও কঠোর মান নিয়ন্ত্রণ ব্যবস্থা অনুসরণ করে ওষুধটি উৎপাদন করা হবে। রোগীদের জন্য বিভিন্ন কৌশলগত অংশীদারত্বের মাধ্যমে ইউরোপজুড়ে ওষুধটি সরবরাহ করা হবে। উল্লেখ্য, বৈশ্বিক বাজারে স্বীকৃত এ ওষুধ বাংলাদেশের স্থানীয় বাজারে ক্যাবোলিন নামে পাওয়া যায়।

চলতি ২০২৩-২৪ হিসাব বছরের তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) রেনাটার শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ২২ টাকা ৯৫ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২৩ টাকা ৩৪ পয়সা। গত ৩১ মার্চ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৮৩ টাকা ৬২ পয়সায়।

সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ৬২ দশমিক ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে রেনাটার পর্ষদ। নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির সমন্বিত নিট মুনাফা হয়েছে ২৩৩ কোটি ৯০ লাখ টাকা, আগের হিসাব বছরে যা ছিল ৫১১ কোটি ১০ লাখ টাকা। ২০২৩ হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ২০ টাকা ৪০ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৪৪ টাকা ৫৬ পয়সা।

রেনাটা পিএলসি ১৯৭২ সালে মার্কিন ওষুধ জায়ান্ট ফাইজারের একটি কোম্পানি হিসেবে বাংলাদেশে যাত্রা করে। ১৯৯৩ সালে ফাইজার স্থানীয় শেয়ারহোল্ডারদের কাছে তাদের মালিকানা বিক্রি করে চলে যায় এবং কোম্পানির নাম ফাইজার (বাংলাদেশ) লিমিটেডের বদলে হয় রেনাটা লিমিটেড। বর্তমান নাম রেনাটা পিএলসি।

কোম্পানিটির অনুমোদিত মূলধন ২৮৫ কোটি ও পরিশোধিত মূলধন ১১৪ কোটি ৬৯ লাখ ৬০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ২ হাজার ৯১২ কোটি ৪৩ লাখ টাকা। কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ১১ কোটি ৪৬ লাখ ৯৬ হাজার ৪৯০। এর মধ্যে ৫১ দশমিক ২৯ শতাংশ উদ্যোক্তা পরিচালক, ২০ দশমিক ৪০ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, ২১ দশমিক ৭৯ শতাংশ বিদেশী বিনিয়োগকারী ও বাকি ৬ দশমিক ৫২ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।

 

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: