১৬ ফেব্রুয়ারি ২০২৫ রবিবার, ০৯:২৬ পিএম
ডেস্ক রিপোর্ট
শেয়ার বিজনেস24.কম
![]() |
নেট দুনিয়ায় ‘দ্য রেবেল কিড’ নামে পরিচিত কনটেন্ট ক্রিয়েটর অপূর্বা মুখিজা এখন এক ভয়াবহ ঝড়ের মুখে! এক টেলিভিশন শোয়ের পর্বেই যেন বদলে গেল তার জীবন। যৌন নির্যাতন থেকে শুরু করে প্রাণনাশের হুমকির মতো চরম আক্রমণের শিকার হচ্ছেন তিনি।
সম্প্রতি বিতর্কিত রণবীর এলাহাবাদিয়া যখন ‘ইন্ডিয়া’স গট ল্যাটেন্ট’-এর এক প্রতিযোগীকে তার বাবা-মায়ের যৌনতা সম্পর্কে প্রশ্ন করেন, তখন ওই শোয়ের বিচারক প্যানেলের অংশ ছিলেন অপূর্বাও। তবে রণবীর একার নয়, সোশ্যাল মিডিয়ার ঘৃণার তীর এসে বিদ্ধ করছে তাকেও।
নির্মম ট্রোলিং, প্রাণনাশের হুমকি! অনলাইনে অপূর্বার বিরুদ্ধে শুরু হয়েছে চরম ট্রোলিং। ‘দ্য রেবেল কিড’ নামেই পরিচিত এই কনটেন্ট ক্রিয়েটরকে দেওয়া হচ্ছে যৌন নির্যাতন, হয়রানি এবং মৃত্যুর হুমকি! তার বন্ধু রিদা থারানা সোশ্যাল মিডিয়ায় এসব ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন।
তিনি ইনস্টাগ্রামে লিখেছেন, ‘কিছু মানুষ নারীদের শুধুমাত্র নারী হওয়ার কারণেই ঘৃণা করে। তারা নিঃশ্বাস নিচ্ছেন, বেঁচে আছেন, বেড়ে ওঠার সাহস দেখাচ্ছেন— এটাই যেন তাদের অপরাধ! একজন নারীও যে অন্যদের মতো একই সমস্যার মুখোমুখি হতে পারেন, সেটা অনেকের চিন্তার বাইরে। অথচ এই সমাজেই তাদের সুরক্ষা দেওয়ার কথা ছিল।’
বিতর্কের জেরে কাজ হারালেন অপূর্বা? তবে এখানেই শেষ নয়! সাম্প্রতিক বিতর্কের কারণে রাজস্থান ট্যুরিজম এবং আইফা সহযোগিতায় চলা ‘ট্রেজার হান্ট শুট’ থেকে অপূর্বাকে বাদ দেওয়া হয়েছে বলে খবর।
একটি মাত্র পর্বই যেন ওলটপালট করে দিয়েছে অপূর্বার জীবন! নেটিজেনদের একাংশ তার বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দিচ্ছেন, আবার অন্যরা এই হয়রানির বিরুদ্ধে সোচ্চার হচ্ছেন। তবে প্রশ্ন থেকেই যাচ্ছে— সামাজিক মাধ্যম কি মত প্রকাশের জায়গা, নাকি নীরব অত্যাচারের নতুন প্ল্যাটফর্ম?
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।