facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ১২ মার্চ বুধবার, ২০২৫

Walton

রমজান ও ঈদ কেনাকাটায় ব্র্যাক ব্যাংক দিচ্ছে এক্সক্লুসিভ অফার


১১ মার্চ ২০২৫ মঙ্গলবার, ১২:২১  এএম

ডেস্ক রিপোর্ট

শেয়ার বিজনেস24.কম


রমজান ও ঈদ কেনাকাটায় ব্র্যাক ব্যাংক দিচ্ছে এক্সক্লুসিভ অফার

গ্রাহকদের জন্য এই রমজান এবং ঈদকে আরো আনন্দময় করে তুলতে দেশজুড়ে ১,২০০-এরও বেশি আউটলেটে ব্র্যাক ব্যাংক দিচ্ছে আকর্ষণীয় অফার।

এই পবিত্র মাসে গ্রাহকদের বাড়তি সুবিধা দিতে ব্র্যাক ব্যাংক ডাইনিং, লাইফস্টাইল, ট্রাভেল, ফার্নিচার, ইলেকট্রনিক এবং ই-কমার্স প্ল্যাটফর্মে নিয়ে এসেছে নানান রকমের ডিসকাউন্ট এবং এক্সক্লুসিভ অফার। আকর্ষণীয় বুফে ইফতার থেকে শুরু করে কেনাকাটা ও এয়ার টিকিটে থাকছে স্পেশাল ডিসকাউন্ট ও ক্যাশব্যাক অফার।

এক্সক্লুসিভ ডাইনিং
ব্র্যাক ব্যাংক ক্রেডিট কার্ডহোল্ডাররা প্রিমিয়ার ফাইভ স্টার হোটেলে বাই-ওয়ান-গেট-ফোর ফ্রি অফারে ইফতার এবং সেহরি উপভোগ করতে পারবেন। এছাড়াও প্রায় ৫০০-এরও বেশি মার্চেন্ট পার্টনারের সাথে উপভোগ করবেন গ্র্যান্ড বুফে ডিল। এই অফার চলবে পুরো রমজানজুড়ে ঈদের দিন পর্যন্ত।

রমজানের প্রথম সাত দিন সকল ব্র্যাক ব্যাংক কার্ডহোল্ডারদের জন্য সিক্স সিজনস হোটেলে থাকছে বাই-ওয়ান-গেট-ফোর ফ্রি বুফে অফার এবং রমজানের বাকি দিনগুলোতে থাকছে বাই-ওয়ান-গেট-থ্রি ফ্রি অফার। হোটেল বেঙ্গল ব্লুবেরিতেও থাকছে পুরো রমজানজুড়ে বাই-ওয়ান-গেট-থ্রি ফ্রি অফার। আমারি ঢাকা, ক্রাউন প্লাজা গুলশান, হোটেল সারিনা এবং গোল্ডেন টিউলিপে ব্র্যাক ব্যাংক কার্ডহোল্ডাররা পাবেন বাই-ওয়ান-গেট-টু ফ্রি অফার। রমজানের প্রথম ১০ দিন হলিডে ইন ঢাকা এবং পেনিনসুলা চট্টগ্রাম এবং প্রথম ১৫ দিন হোটেল আগ্রাবাদে থাকছে বাই-ওয়ান-গেট-টু ফ্রি অফার।

দেশের ৫৫টি প্রথম সারির হোটেলে ব্র্যাক ব্যাংক গ্রাহকরা উপভোগ করবেন বাই-ওয়ান-গেট-ওয়ান ফ্রি অফার। এগুলোর মধ্যে শেরাটন ঢাকা, ওয়েস্টিন ঢাকা, লো মেরিডিয়েন ঢাকা, ইন্টারকন্টিনেন্টাল ঢাকা, রেনেসাঁ ঢাকা, প্যান প্যাসিফিক সোনারগাঁও, রেডিসন ব্লু ঢাকা অ্যান্ড চট্টগ্রাম, অ্যাসকট দ্য রেসিডেন্স এবং রোজ ভিউ সিলেট অন্যতম। ভোজনরসিকরা বড় শহরগুলোর ৮০টি রেস্টুরেন্টে ডাইন-ইন এবং টেকআওয়েতে উপভোগ করবেন ৪০% পর্যন্ত ডিসকাউন্ট।
লাইফস্টাইল এবং জুয়েলারি

ব্র্যাক ব্যাংক কার্ডহোল্ডাররা ২৫০টিরও বেশি লাইফস্টাইল ব্র্যান্ডে ৫০% পর্যন্ত ডিসকাউন্ট পাবেন। এর মধ্যে রয়েছে জারা ফ্যাশন মল, অ্যাসটোরিয়ন, বিশ্বরঙ, কে ক্র্যাফট, টাঙ্গাইল শাড়ি কুটির, দেশাল এবং ভিভা ক্রিয়েশন। যারা জুয়েলারি কিনতে চান, তাঁরা ৩০টি স্বনামধন্য জুয়েলারি আউটলেটে উপভোগ করবেন ৩৫% পর্যন্ত ডিসকাউন্ট। এগুলোর মধ্যে রয়েছে গীতাঞ্জলি জুয়েলার্স, নক্ষত্র গোল্ড, তানিশ্‌ক জুয়েলারি, জারা গোল্ড এবং জাভেরি গোল্ড।

ট্রাভেল এবং এয়ারলাইন

ভ্রমণপ্রেমীদের জন্য ডমেস্টিক এয়ার টিকিটে ব্র্যাক ব্যাংক দিচ্ছে সর্বোচ্চ ১০% পর্যন্ত ডিসকাউন্ট। এই সুবিধা পাওয়া যাবে নভো এয়ার, ইউএস বাংলা এয়ারলাইনস এবং এয়ার অ্যাস্ট্রা-তে। ব্র্যাক ব্যাংক ক্রেডিট এবং ডেবিট কার্ড দিয়ে শেয়ারট্রিপ থেকে বুকিং করলে ইন্টারন্যাশনাল ফ্লাইটে পাওয়া যাবে ১৮% পর্যন্ত ডিসকাউন্ট। ক্রেডিট কার্ডহোল্ডাররা গো-যায়ান থেকে টিকিট বুক করলে ৪,০০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাবেন।

এছাড়াও, ৪০টিও বেশি ট্যুর অ্যান্ড ট্রাভেলস পার্টনারের সাথে উপভোগ করা যাবে ৭০% পর্যন্ত ডিসকাউন্ট। এগুলোর মধ্যে রয়েছে লং বিচ হোটেল, ওশেন প্যারাডাইস, মম ইন, নাজিমগড় রিসোর্ট, ব্র্যাক সিডিএম, গো-যায়ান, শেয়ারট্রিপ, ফার্স্টট্রিপ এবং এমি।

ফার্নিচার এবং ইলেক্ট্রনিকস

ব্রাদার্স ফার্নিচার, রিগ্যাল, হাতিল, হাতিম, নাভানা এবং নাদিয়া ফার্নিচারের মতো জনপ্রিয় ফার্নিচার ব্র্যান্ডে কেনাকাটায় গ্রাহকরা উপভোগ করবেন ১২ মাস পর্যন্ত ০% পে-ফ্লেক্স সুবিধা।

ট্রান্সকম, বাটারফ্লাই মার্কেটিং, সিঙ্গার, এসকোয়্যার ইলেকট্রনিকস, র‍্যাংগস ইলেকট্রনিকস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ, ফেয়ার ইলেকট্রনিকস এবং গ্যাজেট অ্যান্ড গিয়ারের মতো স্বনামধন্য ইলেকট্রনিকস, হোম অ্যাপ্লায়েন্সে এবং মোবাইল ফোন ক্রেডিট কার্ডহোল্ডাররা উপভোগ করবেন ২৪ মাস পর্যন্ত ০% পে-ফ্লেক্স সুবিধা। এছাড়াও, ব্র্যাক ব্যাংক কার্ডহোল্ডাররা ৫০টিরও বেশি ই-কমার্স প্ল্যাটফর্মে পাবেন ২০% পর্যন্ত ডিসকাউন্ট।

ক্যাশব্যাক এবং রিওয়ার্ড

কেনাকাটাকে আরো উপভোগ্য এবং আনন্দময় করে তুলতে ব্র্যাক ব্যাংক দিচ্ছে ক্রেডিট কার্ডহোল্ডারদের ১০% ক্যাশব্যাক। ডেবিট কার্ডহোল্ডাররা পিওএস এবং কিউআর ট্রানজ্যাকশনে পাবেন পাঁচগুণ বেশি রিওয়ার্ড পয়েন্ট। এই সুবিধাটি পাওয়া যাবে আর্টিসান, লা রিভ, অ্যাডিডাস, পুমা, নাইকি এবং লিভাইসে। এছাড়াও, আড়ং, বাটা এবং ইল্লিয়ীন থেকে অনলাইন কেনাকাটায় গ্রাহকরা পাবেন ১০% ক্যাশব্যাক।

ফুড ডেলিভারিতেও ব্র্যাক ব্যাংকের কার্ডহোল্ডাররা পাবেন ডিসকাউন্ট। ফুডপান্ডা এবং ফুডিতে এই সুবিধা পাওয়া যাবে। এছাড়াও সহজ, পরিবহন ডটকম এবং বিডি টিকিটস থেকে ভ্রমণ টিকিট ক্রয়ে পাওয়া যাবে ১০% ক্যাশব্যাক।

ক্রেডিট কার্ডহোল্ডাররা রমজানজুড়ে নির্দিষ্ট স্যালন এবং পার্লারে ক্যাশব্যাক পাবেন। অতিরিক্ত সুবিধা হিসেবে দেশজুড়ে বিভিন্ন জনপ্রিয় শপিং মল এবং গ্রোসারি স্টোর থেকে কেনাকাটায় ব্র্যাক ব্যাংক ক্রেডিট এবং ডেবিট কার্ডহোল্ডাররা পাবেন ২,০০০ বোনাস রিওয়ার্ড পয়েন্ট।

ব্র্যাক ব্যাংকের এমন আকর্ষণীয় অফার সম্পর্কে ব্যাংকটির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব রিটেইল ব্যাংকিং মো. মাহীয়ুল ইসলাম বলেন, “বছরজুড়ে বিশেষ মুহূর্তগুলোকে আরো রঙিন ও উপভোগ্য করে তুলতে আমরা আমাদের গ্রাহকদের সেরা অফার দিয়ে থাকি। গ্রাহকরা যাতে বিশেষ দিনের বিশেষ মুহূর্তগুলো প্রিয়জনদের সাথে আরো আনন্দের সাথে উদ্‌যাপন করতে পারেন, সে লক্ষ্যেই সকল বড় ক্যাটাগরি নিয়ে আমাদের রমজান এবং ঈদের অফারগুলো ডিজাইন করা।”

ব্র্যাক ব্যাংকের অফার সম্পর্কে বিস্তারিত জানতে গ্রাহকরা যোগাযোগ করতে পারেন ব্যাংকটির ২৪-ঘণ্টা কল সেন্টার ১৬২২১ নম্বরে, অথবা ভিজিট করতে পারেন: https://tinyurl.com/BBRM25

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: