০৬ জুন ২০২৪ বৃহস্পতিবার, ১২:০০ পিএম
স্টাফ রিপোর্টার
শেয়ার বিজনেস24.কম
মোটর সাইকেলের হেলমেট চুরির অভিযোগে মোঃ সিফাত উল্লাহ মোস্তফা (৩৪) নামে একজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন।
তিনি জানান, গতকাল রাতে তেজগাঁও থানার বসুন্ধরা শপিং কমপ্লেক্স থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার সিফাত রাইড শেয়ারিংয়ের আড়ালে হেলমেট চুরি করেন। তার কাছ থেকে ৩টি হেলমেট উদ্ধার করা হয়।
“গ্রেফতার সিফাত একজন ধূর্ত চোর। তিনি শুধু দামি দামি হেলমেট চুরি করেন। এই কাজের সুবিধার জন্য তিনি রাইড শেয়ারিংয়ের কাজ করেন। রাইড শেয়ারিংয়ের সুবাদে তিনি সহজেই যেকোনো মোটরসাইকেল পার্কিংয়ে যেতে পারেন। পার্কিংয়ে গিয়ে কৌশলে হেলমেট চুরি করে পালিয়ে আসেন। আর এসব কাজে যাতে তিনি ধরা না পরেন সেজন্য তার মোটরসাইকেলের নাম্বার প্লেটও পরিবর্তন করে ফেলেন! তার আসল নাম্বার প্লেটের পরিবর্তে ভুয়া নাম্বার প্লেট লাগিয়েই চলাফেরা করেন তিনি।”
গতকাল এই কৌশলে হেলমেট চুরি করতে গিয়ে তিনি ধরা পড়েন। সিসিটিভি ফুটেজ দেখে তাকে শনাক্ত করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে তিনটি হেলমেট উদ্ধার করা হয়।চুরির কাজে ব্যবহৃত তার মোটর সাইকেলটিও জব্দ করা হয়েছে বলেও জানান তেজগাঁও থানার ওসি মোহাম্মদ মহসীন।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।