facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২১ এপ্রিল সোমবার, ২০২৫

Walton

রাজধানীতে ট্যুরিজম ও হসপিটালটি প্রদর্শনী শুরু


২৪ আগস্ট ২০২৩ বৃহস্পতিবার, ০৬:৫৪  পিএম

স্টাফ রিপোর্টার

শেয়ার বিজনেস24.কম


রাজধানীতে ট্যুরিজম ও হসপিটালটি প্রদর্শনী শুরু

হোটেল, রেস্টুরেন্ট, ক্যাটারিং অ্যান্ড হসপিটালটি প্রোডাক্টস অ্যান্ড ইকুইপমেন্ট নিয়ে ঢাকায় ‌‘এইচএইচ এক্সপো-২০২৩’ শীর্ষক তিন দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী শুরু হয়েছে।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) এ প্রদর্শনী শুরু হয়েছে। স্যাভর ইন্টারন্যাশনাল লিমিটেড-এর উদ্যোগে আয়োজিত এ প্রদর্শনী চলবে ২৬ আগস্ট পর্যন্ত।

প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)-এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. আমিন হেলালী, বাংলাদেশ মালয়েশিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিএমসিসিআই)-এর প্রেসিডেন্ট আলমাস কবীর, এফবিসিসিআই-এর পরিচালক মোহাম্মদ ইসহাকুল হোসাইন স্যুইট, শেফ ফেডারেশন অব বাংলাদেশ-এর প্রেসিডেন্ট শেফ জহির খান, আশারে বাংলাদেশ চ্যাপ্টার-এর চেয়ারম্যান (আরপি) ইঞ্জিনিয়ার মো. হাসমতুজ্জামান, গ্রিন বিল্ডিং এক্সপার্ট এবং ৩৬০ টোটাল সল্যুশন লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক অনন্ত আহমেদ, এবং স্যাভর ইন্টারন্যাশনাল লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক মো. ফায়জুল আলম।

অনুষ্ঠানে ব্যবসায়ী ও উদ্যোক্তারা বলেন, হোটেল, রেস্টুরেন্ট, ক্যাটারিং অ্যান্ড হসপিটালটি প্রোডাক্টস অ্যান্ড ইকুয়েপমেন্ট নিয়ে আন্তর্জাতিক প্রদর্শনী ‘এইচএইচ এক্সপো-২০২৩’ বাংলাদেশে দ্রুত বর্ধনশীল হসপিটালটি ইন্ডাস্ট্রিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং সংশ্লিষ্ট শিল্প বিকাশে সহায়ক ভূমিকা পালন করবে।

তারা আরও বলেন, বিপুল জনগোষ্ঠীর এই দেশে এ শিল্প বিকাশের ব্যাপক সম্ভাবনা রয়েছে। তাই এই শিল্পের উন্নয়নে সরকারের নীতিগত সহায়তা কামনা করি।

ফায়জুল আলম বলেন, পর্যটন ও হসপিটালটি শিল্পের সঙ্গে জড়িত বিভিন্ন ধাপের ব্যবসায়ীরা এই প্রদর্শনীর মাধ্যমে বিস্তারিত জানতে পারবেন।

‘এইচএইচ এক্সপো-২০২৩’ এ রয়েছে দেশি-বিদেশি ১০০-টির বেশি স্টল। এটি প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন:

কর্পোরেট -এর সর্বশেষ