ঢাকা   মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

রাজধানীতে ৪ কোটি টাকার ওষুধ জব্দ : দুজনের কারাদণ্ড

স্বাস্থ্য

প্রকাশিত: ২১:৪১, ৫ সেপ্টেম্বর ২০১৬

সর্বশেষ

রাজধানীতে ৪ কোটি টাকার ওষুধ জব্দ : দুজনের কারাদণ্ড

রাজধানীর মিটফোর্ড এলাকার মার্কেটে অভিযান চালিয়ে চার কোটি টাকা মূল্যের রেজিস্ট্রেশনবিহীন ও চিকিৎসকদের নমুনা ওষুধ জব্দ করা হয়েছে। এছাড়া ১০ দোকান মালিককে ১৩ লাখ টাকা জরিমানা ও দুটি দোকান মালিককে দুই বছর করে সাজা দিয়ে জেলহাজতে প্রেরণ করেন ওষুধ প্রশাসন অধিদফতর ও র‌্যাবের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।

সোমবার বেলা ১১টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত মিটফোর্ড এলাকার ২১২ মেডিসিন মার্কেট, তাজ মেডিসিন মার্কেট ও আমীর মেডিসিন মার্কেটে এ অভিযান চালানো হয়।

লাইসেন্স ছাড়া ওষুধ বিক্রির অভিযোগে ২১২ মেডিসিন মার্কেটের ফজলু ও চন্দন নামের দুই যুবককে দুই বছরের জেল প্রদান করা হয়েছে।

এ সময় র‌্যাবের প্রধান কার্যালয়ের ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমের নেতৃত্বে ওষুধ প্রশাসন অধিদফতরের ড্রাগ সুপারিনটেনটেন্ট গোলাম কিবরিয়া ও রাজিবুল হাবিব উপস্থিত ছিলেন।

পরে র‌্যাব-১০ এর এএসপি রেজাউল রহমানের উপস্থিতিতে জব্দকৃত ওষুধ মাতুয়াইল ডাম্পিং স্টেশনে পোড়ানো হয়।

শেয়ার বিজনেস24.কম

সর্বশেষ