facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ০১ এপ্রিল মঙ্গলবার, ২০২৫

Walton

রাজশাহীর নারী উদ্যোক্তাদের জন্য কর্মশালা


১৫ জানুয়ারি ২০২৫ বুধবার, ১০:৫৫  এএম

ডেস্ক রিপোর্ট

শেয়ার বিজনেস24.কম


রাজশাহীর নারী উদ্যোক্তাদের জন্য কর্মশালা

‘আমরাই তারা’ শিরোনামে ব্র্যাক ব্যাংক এবং এসএমই ফাউন্ডেশন সম্প্রতি রাজশাহীতে নারী এসএমইদের জন্য একটি তিন দিনব্যাপী সক্ষমতা-বৃদ্ধি কর্মসূচির আয়োজন করেছে।

৩ থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত চলা এই আয়োজনে ব্যবসায়িক দক্ষতা বিকাশে আগ্রহী ৩২ জন নারী উদ্যোক্তা অংশ নিয়েছিল।

এই উদ্যোগের আওতায় নারী উদ্যোক্তারা ব্যবসায়ে যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হন, সেগুলো কাটিয়ে ওঠার উপায় ও ব্যবহারিক সমাধান নিয়ে আলোচনা করা হয়। এছাড়াও, প্রশিক্ষণে কীভাবে নারী উদ্যোক্তারা তাঁদের পণ্যের জন্য কার্যকর মার্কেটিং চ্যানেল তৈরি করতে পারেন, সেটি নিয়েও দিকনির্দেশনা দেওয় হয়।

গেটস ফাউন্ডেশনের সহায়তায় এই অঞ্চলের নারী উদ্যোক্তা এবং আর্থিক অন্তর্ভুক্তির বিকাশের ওপর জোর দিয়ে এই সক্ষমতা-বৃদ্ধি কর্মশালার আয়োজন করা হয়েছে।
তিন দিনব্যাপী কর্মশালার শেষ দিনে ব্র্যাক ব্যাংকের হেড অব উইমেন অন্ট্রপ্রেনর সেল খাদিজা মরিয়ম, এজেন্ট ব্যাংকিংয়ের খালেদ আলী এবং এসএমই ব্যাংকিংয়ের টেরিটরি ম্যানেজার আমির হামজা একটি অর্ধ-দিন সেশন পরিচালনা করেন। সেশনে তাঁরা ব্যাংকিং লিটারেসি, ফাইন্যান্সিয়াল ইনক্লুশন এবং আরও অনেক প্রয়োজনীয় আর্থিক বিষয় নিয়ে আলোচনা করেন।

অংশগ্রহণকারীদের উদ্যোক্তা দক্ষতা বৃদ্ধি প্রতিশ্রুতি উদ্‌যাপনের অংশ হিসেবে প্রশিক্ষণ শেষে তাঁদের হাতে সার্টিফিকেট তুলে দেওয়া হয়।
এই সক্ষমতা-বৃদ্ধি কর্মসূচিটি হলো ব্র্যাক ব্যাংক এবং এসএমই ফাউন্ডেশনের একটি যৌথ উদ্যোগ, যার লক্ষ্য হলো আর্থিক অন্তর্ভুক্তি এবং উদ্যোক্তা উন্নয়নের মাধ্যমে দেশে দীর্ঘমেয়াদে ব্যবসায়ের টেকসইতা নিশ্চিত করা।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন:

নারী ও নারী উদ্যোক্তা -এর সর্বশেষ