০৭ ডিসেম্বর ২০২৩ বৃহস্পতিবার, ০৭:০৮ পিএম
ডেস্ক রিপোর্ট
শেয়ার বিজনেস24.কম
![]() |
রাশিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে ২০২৪ সালের ১৭ মার্চ। আরও একটি মেয়াদের জন্য নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন বর্তমান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে এখনও আনুষ্ঠানিক ঘোষণা দেননি আগামী ২০৩০ সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে ইচ্ছুক পুতিন। খবর রয়টার্স ও এনডিটিভির।
রাশিয়ান পার্লামেন্টের উচ্চকক্ষ আজ বৃহস্পতিবার ভোটের দিনতারিখ চূড়ান্ত করেছে। আগামী ১৭ মার্চ ভোটগ্রহণ হবে এবং মে মাসে ক্ষমতাগ্রহণ করবেন বিজয়ী প্রার্থী।
রাশিয়ায় প্রায় ১১ কোটি মানুষ বৈধ ভোটার। তবে সাধারণত ৭-৮ কোটি মানুষ নির্বাচনে ভোট দিয়ে থাকেন। ২০১৮ সালের নির্বাচনে ভোটদানের হার ছিল ৬৭.৫ শতাংশ।
ইউক্রেন থেকে দখলকৃত নতুন অঞ্চলের মানুষও রুশ প্রেসিডেন্ট নির্বাচনে ভোটার হবে। মস্কোর দাবি, দোনেৎস্ক, লুহানস্কসহ চারটি অঞ্চল এখন রাশিয়ার অংশ।
রাশিয়ার ১৯৯৩ সালের সংবিধানে ছিল, একজন প্রেসিডেন্ট চার বছরের মেয়াদে পরপর দুইবারের বেশি দায়িত্ব পালন করতে পারবেন না। তবে ১৯৯৯ সালে বরিস ইয়েলেৎসিনের কাছ থেকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা পাওয়ার পর থেকেই বিভিন্ন মেয়াদে প্রেসিডেন্ট পদে রয়েছেন পুতিন।
অবশ্য সেজন্য কয়েক দফায় সংবিধানে রদবদল করতে হয়েছে পুতিনকে। ২০০৮ সালে একবার সংশোধনী আনা হয়, তাতে চার বছরের মেয়াদের জায়গায় ছয় বছর মেয়াদ করা হয়।
এরপর ২০২০ সালে আরেকবার সংশোধনী আনা হয়। সংবিধানে ছিল, কোনো প্রেসিডেন্ট পরপর দুই মেয়াদের বেশি দায়িত্ব পালন করতে পারবেন না। সংশোধনীতে ‘পরপর দুই মেয়াদ’ তুলে দেওয়া হয়। মূলত এ সংশোধনীর মাধ্যমেই পুতিন আজীবন প্রেসিডেন্ট পদে থাকার সুযোগ পেয়েছেন।
১৯৯৯ সালে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হওয়ার পর ২০০০ সালে প্রেসিডেন্ট নির্বাচনে ৫৩ শতাংশ ভোট পেয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হন পুতিন। ২০০৪ সালের নির্বাচনে ফের ৭১ শতাংশের বেশি ভোট পেয়ে দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হন।
২০০৮ সালের নির্বাচনে প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভ হন প্রেসিডেন্ট আর প্রেসিডেন্ট পুতিন হন প্রধানমন্ত্রী। এভাবে চারবছর পার করে ২০১২ সালে ফের প্রেসিডেন্ট হন পুতিন। ওই নির্বাচনে ভোট পান ৬৩.৬ শতাংশ। ছয় বছরের মেয়াদ পেরিয়ে এরপর ২০১৮ সালে ফের প্রেসিডেন্ট হন পুতিন।
এভাবে পুতিন স্ট্যালিনের পর থেকে অন্য যে কোনো রুশ শাসকের চেয়ে বেশি সময় ধরে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। এমনকি লিওনিড ব্রেজনেভের ১৮ বছরের মেয়াদকেও পেছনে ফেলেছেন পুতিন।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।