facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২২ ডিসেম্বর রবিবার, ২০২৪

Walton

রাহাত ফতেহ আলী খানের কনসার্টে ঢাকায় যান চলাচলে নির্দেশনা


২১ ডিসেম্বর ২০২৪ শনিবার, ০২:১৬  পিএম

ডেস্ক রিপোর্ট

শেয়ার বিজনেস24.কম


রাহাত ফতেহ আলী খানের কনসার্টে ঢাকায় যান চলাচলে নির্দেশনা

বিশ্বখ্যাত সংগীতশিল্পী রাহাত ফতেহ আলী খান আজ রাজধানীর আর্মি স্টেডিয়ামে মুগ্ধতা ছড়াবেন ‘ইকোস অব রেভল্যুশন’ কনসার্টে। শহীদ ও আহত ব্যক্তিদের পরিবার নিয়ে কাজ করা কল্যাণমূলক সংস্থা ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’-এর জন্য তহবিল সংগ্রহে এই কনসার্ট আয়োজন করেছে ‘স্পিরিটস অব জুলাই’ প্ল্যাটফর্ম।

যান চলাচলে পরিবর্তন: কোন পথে যাবেন?

কনসার্ট উপলক্ষে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) বেলা ২টা থেকে রাত ১১টা পর্যন্ত যান চলাচলের জন্য বিশেষ নির্দেশনা দিয়েছে। বিমানবন্দর, কুড়িল ও বনানী র‌্যাম্প ব্যবহারকারীরা টোল ছাড়াই এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহার করতে পারবেন।

বিকল্প সড়কের নির্দেশনা:

১. স্টাফ রোড থেকে নৌবাহিনীর সদর দপ্তর: টঙ্গী-উত্তরা থেকে গুলশান-বনানী-মহাখালীগামী যানবাহন বিকল্প সড়ক ব্যবহার করবে।
২. উত্তরা-বিমানবন্দর থেকে গুলশান: ইউ টার্ন বা বনানী ওভারপাসের নিচের ইউলুপ ব্যবহার করুন।
৩. গুলশান-বনানী-মহাখালী: এলিভেটেড এক্সপ্রেসওয়ের কুড়িল র‌্যাম্প ব্যবহার করতে পারবেন।
৪. বিমানবন্দর/উত্তরা/টঙ্গীগামী যানবাহন: বনানী র‌্যাম্প ব্যবহার করুন।
৫. ইসিবি চত্বর থেকে বনানী: উড়ালসড়কের লুপ বন্ধ থাকবে; কুর্মিটোলা হাসপাতালের সামনের র‌্যাম্প ব্যবহার করুন।
৬. র‌্যাম্প ব্যবহারে নিষেধাজ্ঞা: মোটরসাইকেল, অটোরিকশা, ব্যাটারিচালিত রিকশা ও বাইসাইকেল চলাচল করতে পারবে না।

সংগীত ও অন্যান্য আয়োজন:

কনসার্টে রাহাত ফতেহ আলী খানের পাশাপাশি দেশীয় ব্যান্ড আর্টসেল, চিরকুট, আফটারম্যাথ এবং সিলসিলা পরিবেশনায় অংশ নেবে। র‍্যাপ শিল্পী সেজানহান্নানও মাতাবেন মঞ্চ।
এছাড়া জুলাই বিপ্লব-সংক্রান্ত গ্রাফিতি প্রদর্শনী, মঞ্চনাটক, মুগ্ধ ওয়াটার জোনসহ নানা আয়োজন থাকবে।

এই চ্যারিটি কনসার্ট থেকে অর্জিত সমস্ত অর্থ শহীদ ও আহত ব্যক্তিদের কল্যাণে ব্যয় হবে। রাহাত ফতেহ আলী খান ও তাঁর দলসহ আয়োজকরা সম্পূর্ণ বিনা পারিশ্রমিকে এই মহতী উদ্যোগে অংশ নিচ্ছেন।

যাত্রাপথ ও কনসার্ট উপভোগ করতে সময়মতো পরিকল্পনা করুন!

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন:

জাতীয় -এর সর্বশেষ