১৩ জুন ২০২৪ বৃহস্পতিবার, ১০:০১ এএম
স্টাফ রিপোর্টার
শেয়ার বিজনেস24.কম
![]() |
রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টারের (রিক) উদ্যোগে পঞ্চগড়ে বিনামূল্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়।
সোমবার সকালে পঞ্চগড় সদর উপজেলা পরিষদ হলরুমে ঠাকুরগাঁও গ্রামীণ চক্ষু হাসপাতালের কারিগরি সহায়তায় এই চক্ষু ক্যাম্পের উদ্বোধন করেন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব ও অভিনেতা মামুনুর রশিদ।
এসময় উপস্থিত ছিলেন পঞ্চগড় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহনেওয়াজ প্রধান শুভ, উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন, রিকের উপ-পরিচালক আবু রিয়াদ খান, রিকের প্রবীণ কল্যাণ কর্মসূচির কেন্দ্রীয় সমন্বয়কারী ফেরদৌসি বেগম, পঞ্চগড় এরিয়া ম্যানেজার আব্দুল মালেক প্রামাণিক প্রমুখ।
চক্ষু ক্যাম্পে প্রায় এক হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা, ওষুধ, তিনশত রোগীকে চশমা, দুইশত জনকে লাঠি দেওয়া হয়। এ সময় অপারেশনের জন্য ১৩০ জন রোগীকে বাছাই করা হয়। - বিজ্ঞপ্তি
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।