facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ১৫ জানুয়ারি বুধবার, ২০২৫

Walton

রূপালী পর্দায় শিগগিরই আসছেন শ্রীদেবী কন্যা


১৮ নভেম্বর ২০১৬ শুক্রবার, ০৬:৩৬  পিএম

শেয়ার বিজনেস24.কম


রূপালী পর্দায় শিগগিরই আসছেন শ্রীদেবী কন্যা

কানাঘুষাটা পুরনো, তবে গতকাল পর্যন্ত নিশ্চিত কিছু জানা যায়নি। সেই অনিশ্চয়তা দূর করলেন শ্রীদেবীর স্বামী বনি কাপুর। জানালেন, বড় কন্যা জাহ্নবী বলিউডে পা রাখছেন এবং সেটা প্রযোজক-পরিচালক করণ জোহরের হাত ধরেই।
 
বনি কাপুরের ভাষ্য, করণ তাদের কাছে জাহ্নবীর জন্য একটি ছবির বিষয় নিয়ে কথা বলেছিলেন। সবকিছু ঠিক থাকলে সেই ছবির সুবাদে শিগগিরই রূপালি পর্দায় শ্রীদেবী কন্যার ম্যাজিক দেখা যাবে।
 
তবে ঠিক কোন ছবি দিয়ে জাহ্নবী তার বলিউডি সফর শুরু করবেন সে বিষয় কিছু জানাননি বনি।
 
গুঞ্জন বলছে, করণ এখন মারাঠি ছবি `সাইরাত`-এর রিমেক নিয়ে কাজ করার কথা ভাবছেন। খুব সম্ভবত `সাইরাত` ছবির হাত ধরেই টিনসেল টাউনে পা রাখবেন শ্রীদেবী কন্যা।
 
এ ব্যাপারে শ্রীদেবীর বক্তব্য, অভিনেত্রী হতে চায় সবাই। কিন্তু এই কাজ অত্যন্ত কঠিন। এখানে সফল হতে গেলে একাগ্রতা দরকার। নিজের শতভাগ দিতে পারলে মেয়ের বলিউডে আগমন নিয়ে কোনো আপত্তি নেই তার।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন:

বিনোদন -এর সর্বশেষ