০৯ জুন ২০২৪ রবিবার, ১০:০৪ এএম
বিনোদন ডেস্ক
শেয়ার বিজনেস24.কম
রাগের মাথায় গত শুক্রবার কলকাতার নিউটাউনের এক রেস্তরাঁর মালিকের গায়ে হাত তোলেন অভিনেতা এবং তৃণমূল কংগ্রেসের বিধায়ক সোহম চক্রবর্তী। এবার বিষয়টির জন্য ক্ষমা চাইলেন অভিনেতা। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
শনিবার দুপুরে ক্ষমা চেয়ে সোহম বলেন, ‘‘অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে গালিগালাজ করায় আমার মাথা গরম হয়ে গিয়েছিল। আমাকে ও আমার দেহরক্ষীকেও কটূক্তি করা হয়। কিন্তু একজন জনপ্রতিনিধি হিসেবে এমন কাজ করা উচিত হয়নি। আমার ভুল হয়েছে।”
শুক্রবার নিউটাউন সাপুরজি এলাকায় সোহমের শুটিং চলছিল। সেখানে একটি রেস্তোরাঁর বাইরে শুটিংয়ের অনেক গাড়ি রাখা ছিল। এ সময় রেস্তোরাঁর মালিক তার হোটেলের সামনে থেকে একটি গাড়ি সরিয়ে নিতে অনুরোধ করেন। সোহমের নিরাপত্তারক্ষীরা উত্তর দেন, ‘বিধায়কের শুটিং চলছে, তাই এখান থেকে কোনও গাড়ি সরবে না।’
তবে এমন উত্তর মেনে নেননি ওই রেস্তোরাঁ মালিক। বেশ কড়া ভাষায় গাড়ি সরাতে হুকুম দিয়ে তিনি বলেন, ‘বিধায়ক যেই হোক না কেন, গেট থেকে গাড়ি সরাতে হবে। আমার গেস্ট আসবে।’
এরপরই শুরু হয় তর্কবিতর্ক। হট্টগোল শুনে ঘটনাস্থলে আসেন সোহম। একপর্যায়ে হাতাহাতি, এরপর ঘটে চড় কাণ্ড। অভিযোগ উঠেছে, ওই রেস্তোরাঁর মালিককে চড়-ঘুষি-লাথি মেরেছেন অভিনেতা। দেওয়া হয়েছে রেস্তোরাঁ বন্ধ করার হুমকিও।
এ ঘটনার পরই নিন্দার ঝড় ওঠে। সোহমের বিরুদ্ধে সরব হন টলিপাড়ার একাধিক তারকা। ক্ষোভ প্রকাশ করেন অনেকে। তারপরই ক্ষমা চাইলেন সোহম।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।