facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ১১ জানুয়ারি শনিবার, ২০২৫

Walton

লন্ডনে শুরু খালেদা জিয়ার চিকিৎসা:৭ বছর পর মা-ছেলের আবেগঘন সাক্ষাৎ


০৯ জানুয়ারি ২০২৫ বৃহস্পতিবার, ১০:১৭  এএম

ডেস্ক রিপোর্ট

শেয়ার বিজনেস24.কম


লন্ডনে শুরু খালেদা জিয়ার চিকিৎসা:৭ বছর পর মা-ছেলের আবেগঘন সাক্ষাৎ

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য গতকাল বুধবার লন্ডনে পৌঁছেছেন। হিথরো বিমানবন্দর থেকে তাঁকে সরাসরি ‘দ্য ক্লিনিক’ নামক একটি বিশেষায়িত বেসরকারি হাসপাতালে নেওয়া হয়।

ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন জানান, খালেদা জিয়ার চিকিৎসা শুরু হয়েছে এবং বর্তমানে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা চলছে।

খালেদা জিয়াকে বহনকারী কাতারের রাজপরিবারের এয়ার অ্যাম্বুলেন্সটি স্থানীয় সময় সকাল ৯টা ১৫ মিনিটে হিথরোতে অবতরণ করে। সেখানে তাঁর বড় ছেলে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাঁকে স্বাগত জানান। দীর্ঘ সাত বছর পর মা-ছেলের আবেগঘন সাক্ষাৎ ঘটে। তারেক রহমান নিজেই গাড়ি চালিয়ে মাকে হাসপাতালে নিয়ে যান।

লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিসসহ বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছেন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। উন্নত চিকিৎসার জন্য তিনি লন্ডনে এসেছেন। বাংলাদেশ থেকে আসা চিকিৎসক দল তাঁকে যুক্তরাজ্যের চিকিৎসকদের কাছে হস্তান্তর করেছেন।

দীর্ঘদিন পর লন্ডনে ফিরে, খালেদা জিয়ার জন্য পরবর্তী গন্তব্য যুক্তরাষ্ট্রের জনস হপকিনস বিশ্ববিদ্যালয় হাসপাতাল, যেখানে লিভার প্রতিস্থাপনের জন্য তাঁকে নিয়ে যাওয়া হবে বলে জানা গেছে। এরপর সৌদি আরবে পবিত্র ওমরাহ পালন করে তিনি দেশে ফিরতে পারেন।

২০১৮ সালে কারাবন্দী হওয়ার পর খালেদা জিয়ার শারীরিক অবস্থা অবনতির দিকে যায়। ছাত্র-জনতার অভ্যুত্থানের পর তিনি মুক্তি পান এবং তাঁর বিরুদ্ধে দায়ের করা দুর্নীতির মামলার রায় বাতিল হয়।

প্রায় সাত বছর পর লন্ডনে পা রেখে খালেদা জিয়া, ছেলে তারেক রহমান ও পরিবারের সদস্যদের সাথে আবেগঘন সময়ে মিলিত হন।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন:

রাজনীতি -এর সর্বশেষ