facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ০৪ জানুয়ারি শনিবার, ২০২৫

Walton

লভ্যাংশ ঘোষণাসহ পুঁজিবাজারের ৫ খবর


২৯ ডিসেম্বর ২০২৪ রবিবার, ১১:১১  এএম

ডেস্ক রিপোর্ট

শেয়ার বিজনেস24.কম


লভ্যাংশ ঘোষণাসহ পুঁজিবাজারের ৫ খবর

এইচআর টেক্সটাইলের পর্ষদ সভার তারিখ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এইচআর টেক্সটাইল লিমিটেড পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানিটির পর্ষদ সভা আগামী ০১ জানুয়ারি দুপুর ২টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সভায় ৩০ সেপ্টেম্বর, ২০২৪ পর্যন্ত কোম্পানির প্রথম প্রান্তিকের (জুলাই’২৪-সেপ্টেম্বর’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে।

দরপতনের শীর্ষে এস আলম কোল্ড রোল্ড

বিদায়ী সপ্তাহে (২২ ডিসেম্বর-২৬ ডিসেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৬টি কোম্পানির মধ্যে দরপতনের শীর্ষে উঠে এসেছে এস আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেড।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এই তথ্য জানা গেছে।

সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ারদর ১ টাকা ৮০ পয়সা বা ১৫ দশমিক ৬৫ শতাংশ কমেছে।

সাপ্তাহিক দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা কোম্পানগুলোর মধ্যে ৫৮ টাকা ২০ পয়সা বা ১৩ দশমিক ৯৬ শতাংশ দর পতনে দ্বিতীয় স্থানে উঠে এসেছে মুন্নু এগ্রো লিমিটেড। এছাড়া ৩০ পয়সা বা ১১ দশমিক ৫৪ শতাংশ দর পতনে তৃতীয় স্থানে উঠে এসেছে পিপুলস লিজিংস লিমিটেড।

সাপ্তাহিক দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স লিমিটেড, যমুনা অয়েল কোম্পানি লিমিটেড, আইসিবি ইমপ্লয়েজ প্রভিডেন্ট এমএফ ওয়ান: স্কিম ওয়ান, ম্যাকস্স স্পিনিং, বাংলাদেশ ওয়েলডিং ইলেকট্রোডস লিমিটেড।

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ

বিদায়ী সপ্তাহে সপ্তাহে (২২ ডিসেম্বর-২৬ ডিসেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে শার্প ইন্ডাস্ট্রিজ পিএলসি।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এই তথ্য জানা গেছে।

সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ারদর ৩ টাকা ২০ পয়সা অর্থাৎ ১৬ দশমিক ৯৩ শতাংশ বেড়েছে।

সাপ্তাহিক দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা কোম্পানগুলোর মধ্যে ১৬ দশমিক ৪৩ শতাংশ দর বৃদ্ধিতে দ্বিতীয় স্থানে উঠে এসেছে রেনউইক যজ্ঞেশ্বর। এছাড়া ১০ দশমিক ৬৮ শতাংশ দর বৃদ্ধিতে তৃতীয় স্থানে উঠে এসেছে গোল্ডেন হার্ভেস্ট এগ্রো ইন্ডাস্ট্রিজ।

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ, ফার কেমিক্যাল, এসকে ট্রিমস, প্রভাতী ইন্স্যুরেন্স, ওরিয়ন ইনফিউশন, সানলাইফ ইন্স্যুরেন্স, ডমিনেজ স্টিলস।

লেনদেনের শীর্ষে ওরিয়ন ইনফিউশন

বিদেয়ী সপ্তাহে (২২ ডিসেম্বর-২৬ ডিসেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৬ কোম্পানির মধ্যে লেনদেনর তালিকার শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এই তথ্য জানা গেছে।

সপ্তাহজুড়ে কোম্পানটির প্রতিদিন গড় ২০ কোটি ৬২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৭ দশমিক ০৩ শতাংশ।

লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে রবি আজিয়াটা লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানটির প্রতিদিন গড়ে ১১ কোটি ২৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৩ দশমিক ৪৮ শতাংশ।

সাপ্তাহিক লেনদেনের তৃতীয় স্থানে থাকা বাংলাদেশ শিপিং কর্পোরেশন সপ্তাহজুড়ে প্রতিদিন গড়ে ১০ কোটি ২০ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে। যা ডিএসইর মোট লেনদেনের ৩ দশমিক ৪৮ শতাংশ।

এছাড়াও, প্রতিদিন গড় লেনদেনে সাপ্তাহিক শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে বীকন ফার্মার ৯ কোটি ২৯ লাখ টাকা, জিপিএইচ ইসপাতের ৬ কোটি ৮৯ লাখ টাকা, ফাইন ফুডসের ৬ কোটি ৬৪ লাখ টাকা, ওয়াইম্যাক্স ইলেকট্রোডের ৬ কোটি ৬৪ লাখ টাকা, খান ব্রাদার্সের ৬ লাখ ৫২ লাখ টাকা, রূপালী লাইফ ইন্সুরেন্সের ৫ কোটি ৫ লাখ ৭০ টাকা এবং ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) ৫ কোটি ২ লাখ টাকা।

বারাকা পতেঙ্গার নগদ লভ্যাংশ অনুমোদন

পুঁজিবাজারে তালিকাভুক্ত জ্বালানি ও বিদ্যুৎ খাতের কোম্পানি বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেডের ১৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় অংশ নেওয়া শেয়ারহোল্ডাররা কোম্পানি ঘোষিত ২ শতাংশ নগদ লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডা অনুমোদন করেন।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সিলেটের একটি হোটেল এ সভা অনুষ্ঠিত হয়।

এজিএমে কোম্পানির চেয়ারম্যান ফয়সল আহমদ চৌধুরী তার স্বাগত বক্তব্যে বলেন, বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেড ২০২১ সাল থেকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়েছে। কোম্পানিটি বারাকা শিকলবাহা পাওয়ার লিমিটেড এবং কর্ণফুলী পাওয়ার লিমিটেডের প্রতিটির মোট শেয়ারের ৫১ শতাংশ বিনিয়োগ করেছে। এছাড়াও, কোম্পানিটি বারাকা সিকিউরিটিজ লিমিটেড নামে একটি নতুন সিকিউরিটিজ হাউসে মোট শেয়ারের ৫২.৬৭ শতাংশ বিনিয়োগ করেছে।

তিনি আরও উল্লেখ করেন যে, ভবিষ্যতেও বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেড অন্যান্য লাভজনক প্রকল্পে বিনিয়োগের সুযোগ অন্বেষণ করে যাচ্ছে।

কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক গোলাম রব্বানী চৌধুরী, পরিচালনা পর্ষদ এবং শেয়ারহোল্ডারদের সর্বাত্মক সহযোগিতার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি উল্লেখ করেন, ২০২৩-২৪ অর্থবছরে বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেডের সম্মিলিত ইপিএস ছিল ০.৩৫ টাকা এবং শেয়ার প্রতি নিট সম্পদের মূল্য ৩০ জুন ২০২৩ তারিখে দাঁড়ায় ২৬.৫২ টাকা।

সাধারণ সভা পরিচালনা করেন বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেডের কোম্পানি সচিব মোহাম্মদ রানা।

 

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন:

শেয়ারবাজার -এর সর্বশেষ