facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ০৬ মার্চ বৃহস্পতিবার, ২০২৫

Walton

লভ্যাংশ ঘোষণাসহ পুঁজিবাজারের ৫ খবর


০৬ মার্চ ২০২৫ বৃহস্পতিবার, ০১:১৪  পিএম

ডেস্ক রিপোর্ট

শেয়ার বিজনেস24.কম


লভ্যাংশ ঘোষণাসহ পুঁজিবাজারের ৫ খবর

২৬৪ কোটি টাকায় জাহাজ বিক্রি করবে এমজেএ

পুঁজিবাজারে তালিকাভুক্ত জ্বালানি-বিদ্যুৎ খাতের কোম্পানি এমজেএল বাংলাদেশ পিএলসির পরিচালনা পর্ষদ কোম্পানিটির একটি সেকেন্ডহ্যান্ড অয়েল ট্যাঙ্কার বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে। ট্যাঙ্কারটির নাম এমটি ওমেরা লিগ্যাসি।

বুধবার (৫ মার্চ) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে জাহাজ বিক্রির সিদ্ধান্তটি অনুমোদন করা হয়। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

আলোচিত ১ লাখ ৭ হাজার ৯১ মেট্রিক টন জাহাজটির বয়স ২০ বছর। এটি ২ কোটি ২৭ লাখ ডলারে বিক্রি করা হবে। স্থানীয় মুদ্রায় যার পরিমাণ দাঁড়ায় প্রায় ২৭২ কোটি ৪০ লাখ টাকায় (১ ডলার=১২০ টাকা ধরে)। আর বিক্রি প্রক্রিয়ার জন্য কমিশন হিসেবে ব্যয় হবে ৩ শতাংশ। সে হিসেবে জাহাজটি বিক্রি করে এমজেএল পাবে ২৬৪ কোটি ২২ লাখ টাকা।

পাইওনিয়ার ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি পাইওনিয়ার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ৩১ ডিসেম্বর,২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচিত বছরের জন্য কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ২৫ নগদ শতাংশ লভ্যাংশ দেবে।

বুধবার (০৫ মার্চ) অনুষ্ঠিত কোম্পানিটি পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশের এই সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

আলোচিত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ টাকা ৭৯ পয়সা। আগের বছর কোম্পানিটির ৪ টাকা ৯৭ পয়সা ইপিএস হয়েছিল।

গত ৩১ ডিসেম্বর,২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৪৪ টাকা ৬৫ পয়সা।

আগামী ০৬ মে ডিজিটাল প্লাটফর্মে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ০৭ এপ্রিল।

তিতাস গ্যাসের ইজিএম স্থগিত

পুঁজিবাজারের তালিকাভূক্ত তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের পূর্ব ঘোষিত বিশেষ সাধারণ সভা (ইজিএম) স্থগিত করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির ইজিএম ০৬ মার্চ সন্ধ্যা ৭ টায় অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা অনিবার্য পরিস্থিতির কারণে স্থগিত ঘোষণা করা হয়েছে।

এর আগে কোম্পানিটি গত ২৭ ফেব্রুয়ারি ইজিএম সভা সংক্রান্ত তথ্য জানিয়েছিল। মূলত কোম্পানির শেয়ার মূল্য সংক্রান্ত আমানত বিবেচনার জন্য আলোচ্য সভা করার সিদ্ধান্ত নেয় কোম্পানির পরিচালনা পর্ষদ।

কোম্পানিটির বিশেষ সাধারণ সভায় (ইজিএম) শেয়ারহোল্ডারদের জন্য এনটাইটেলমেন্টের ঘোষণা, শেয়ার ইস্যু বিষয়ে শেয়ারহোল্ডারদের সম্মতি গ্রহণ করবে।

কোম্পানিটি সরকারের (অর্থ বিভাগ) অনুকূলে অপূরণীয় নন-কম্যুলেটিভ প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে, যার ইস্যু মূল্য ৩৫১ কোটি ৬১ লাখ ৫০ হাজার ৯২৮ টাকা। প্রতিটি শেয়ারের অভিহিত মূল্য ১০ টাকা এবং শেয়ারের সংখ্যা হবে ৩৫ কোটি ১৬ লাখ ১৫ হাজার ৯২টি।

সংশোধিত তারিখ ও সময় পরে জানানো হবে বলে কোম্পানিটি জানিয়েছে।

অগ্রণী ইন্স্যুরেন্সের ক্রেডিট রেটিং সম্পন্ন

পুঁজিবাজারে তালিকাভুক্ত অগ্রণী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ক্রেডিট রেটিং সম্পন্ন করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ওয়াসো ক্রেডিট রেটিং কোম্পানি লিমিটেড। কোম্পানিটির দীর্ঘমেয়াদী ‘এএ+’ এবং স্বল্পমেয়াদে ‘এসটি-২’ রেটিং হয়েছে।

কোম্পানিটির গত ৩১ ডিসেম্বর,২০২৩ তারিখ পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।

প্রিমিয়ার লিজিংয়ের ক্রেডিট রেটিং সম্পন্ন

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি প্রিমিয়ার লিজিং এন্ড ফাইন্যান্স লিমিটেডের ক্রেডিট রেটিং সম্পন্ন করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ওয়াসো ক্রেডিট রেটিং কোম্পানি লিমিটেড। কোম্পানিটির দীর্ঘমেয়াদী ‘বিবি+’ এবং স্বল্পমেয়াদে ‘এসটি-৪’ রেটিং হয়েছে।

কোম্পানিটির গত ৩১ ডিসেম্বর,২০২৩ তারিখ পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।

 

 

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন:

শেয়ারবাজার -এর সর্বশেষ