facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ১৫ জানুয়ারি বুধবার, ২০২৫

Walton

লভ্যাংশ সংক্রান্ত সভার তারিখ জানালো ৫ কোম্পানি


০৩ সেপ্টেম্বর ২০২৪ মঙ্গলবার, ০৯:২৭  পিএম

ডেস্ক রিপোর্ট

শেয়ার বিজনেস24.কম


লভ্যাংশ সংক্রান্ত সভার তারিখ জানালো ৫ কোম্পানি

শেয়ারবাজারে তালিকাভুক্ত ৫ কোম্পানি বোর্ড সভার তারিখ ঘোষণা করেছে। সভায় কোম্পানিগুলো নিরীক্ষিত ও অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন তথা ডিভিডেন্ড ও ইপিএস ঘোষণা করবে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো- কনফিডেন্স সিমেন্ট, প্রাইম টেক্সটাইল, ইন্টারন্যাশনাল লিজিং, ইস্টার্ন হাউজিং ও এনভয় টেক্সটাইল লিমিটেড।

কনফিডেন্স সিমেন্ট

কোম্পানিটির বোর্ড সভা ৯ সেপ্টেম্বর বিকেল ৩ টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির গত ৩০ জুন, ২০২৪ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ডিভিডেন্ড ঘোষণা করা হবে।

প্রাইম টেক্সটাইল

কোম্পানিটির বোর্ড সভা ১০ সেপ্টেম্বর দুপুর ২টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩০ জুন, ২০২৩সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ডিভিডেন্ড ঘোষণা করা হবে।

ইন্টারন্যাশনাল লিজিং

কোম্পানিটির বোর্ড সভা ৭ সেপ্টেম্বর বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং ৩১ মার্চ, ২০২৪ প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত ও ৩০ জুন, ২০২৪ দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে।

ইস্টার্ন হাউজিং

কোম্পানিটির বোর্ড সভা ৯ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩০ জুন, ২০২৪ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ডিভিডেন্ড ঘোষণা করা হবে।

এনভয় টেক্সটাইল

কোম্পানিটির বোর্ড সভা ৫ সেপ্টেম্বর বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩০ জুন, ২০২৪ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ডিভিডেন্ড ঘোষণা করা হবে।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: