ঢাকা   রোববার ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রাহায়ণ ১৪৩২

লাফার্জহোলসিমের উদ্যোগে ছাতকে ফ্রি মেডিকেল ক্যাম্প

কর্পোরেট

শেয়ার বিজনেস ডেস্ক

প্রকাশিত: ১৭:৫৮, ২৪ জুন ২০২৩

লাফার্জহোলসিমের উদ্যোগে ছাতকে ফ্রি মেডিকেল ক্যাম্প

সুনামগঞ্জ জেলার ছাতকে লাফার্জহোলসিম বাংলাদেশ এবং জালালাবাদ লিভার ট্রাস্টের উদ্যোগে সম্প্রতি একটি ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। নারী, পুরুষ, শিশুসহ বিভিন্ন বয়সের ২৫০ জনের বেশি রোগী এই মেডিকেল ক্যাম্প থেকে বিনা মূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ গ্রহণ করেছেন।

কোম্পানির কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টারে এই মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন লাফার্জহোলসিম বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইকবাল চৌধুরী এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হেপাটোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মামুন আল মাহতাব। এ সময় লাফার্জহোলসিমের চিফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসার আসিফ ভূঁইয়া উপস্থিত ছিলেন।

শেয়ার বিজনেস24.কম