facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ১১ জানুয়ারি শনিবার, ২০২৫

Walton

লাভার অল্পদামের দুর্দান্ত স্মার্টফোন!


২৪ জানুয়ারি ২০১৭ মঙ্গলবার, ০৮:৫৯  পিএম

শেয়ার বিজনেস24.কম


লাভার অল্পদামের দুর্দান্ত স্মার্টফোন!

সম্প্রতি দুটি স্মার্টফোন বাজারে নিয়ে আসছে লাভা। আকর্ষণীয় স্টাইল এবং অল্প বাজেটের মধ্যে এ মডেলের নাম `লাভা এ৫০` ও `লাভা এ৫৫`। বাজেটের মধ্যে স্টাইলিশ ফোন যারা কিনতে চান, তাদের জন্য এই দুটি মডেল অতুলনীয় বলে মনে করছেন অনেকে। ধারণা করা হচ্ছে, আর কিছু দিনের মধ্যে বিশ্বের অনান্য দেশগুলোতেও এই ডিভাইস দুটি চলে আসবে। `লাভা এ৫০` এর দাম করা হয়েছে ৩,৯৯৯ টাকা ও `লাভা এ৫৫` মডেলের দাম ৪,৩৯৯ টাকা। কালো ও সিলভারে রঙে ফোন দুটি পাওয়া যাবে। দুটি হ্যান্ডসেটে রয়েছে ৪ ইঞ্চির ডিসপ্লে, যার স্ক্রিন রেজ্যুলেশন ৪৮০×৮০০ পিক্সেল। দুটি ফোনই অ্যান্ড্রয়েড ৬.০ মার্শম্যালো অপারেটিং সিস্টেম।

র‍্যামের দিক থেকে দুটি ফোন একটু আলাদা। `এ৫০` মডেলে যেখানে রয়েছে ৫১২ এমবি র‍্যাম, সেখানে `এ৫৫` মডেলে রয়েছে ১ জিবি র‍্যাম। দুটি ডিভাইসেই রয়েছে ১.২  গিগাহার্টজ কোয়াড-কোর প্রসেসর ও ৮ জিবি অভ্যন্তরীন স্টোরেজ। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ ৩২ জিবি পর্যন্ত বাড়ানো যাবে। অন্যান্য ফিচারের মধ্যে রয়েছে ৫ মেগাপিক্সেল এলইডি ফ্ল্যাশ ক্যামেরা, সেলফির জন্য রয়েছে ভিজিএ ফ্রন্ট ক্যামেরা, রয়েছে ১৫৫০ এমএএইচ ব্যাটারি, কানেক্টিভিটির জন্য রয়েছে ফোরজি, থ্রিজি, ওয়াই-ফাই, ব্লুটুথ, এ-জিপিএস ও ৩.৫ এমএম অডিও জ্যাক।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন:

বিজ্ঞান ও প্রযুক্তি -এর সর্বশেষ