facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২২ এপ্রিল মঙ্গলবার, ২০২৫

Walton

লালমাটিয়ার আল-নূর চক্ষু হাসপাতালকে ২ লাখ টাকা জরিমানা


১৭ অক্টোবর ২০১৬ সোমবার, ০২:৪০  পিএম

শেয়ার বিজনেস24.কম


লালমাটিয়ার আল-নূর চক্ষু হাসপাতালকে ২ লাখ টাকা জরিমানা

রাজধানীর লালমাটিয়ার আল নূর চক্ষু হাসপাতালকে জরিমানা করেছে রাজউকের ভ্রাম্যমাণ আদালত। আবাসিক ভবনে অবৈধভাবে বাণিজ্যিক কার্যক্রম চালানোর অভিযোগে হাসপাতালটিকে দুই লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

সোমবার অভিযান চালিয়ে হাসপাতাল ভবনের অবৈধ অংশ তিন দিনের মধ্যে ভেঙ্গে ফেলতেও নির্দেশ দেন রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাসির উদ্দিন।

তিনি বলেন, সাতমসজিদ রোডে আল নূর চক্ষু হাসপাতালের কার্যক্রম যে ভবনে চলছে, তার নকশা এবং ওই ভবনে বাণিজ্যিক কার্যক্রম পরিচালনায় অনুমোদনের কোনো কাগজপত্র ভ্রাম্যমাণ আদালতকে দেখাতে পারেনি কর্তৃপক্ষ।

এছাড়া ওই ভবনের গাড়ি রাখার জায়গায় হাসপাতালের অভ্যর্থনা কক্ষ এবং রোগীদের বসার জায়গা করা হয়েছে; ভবনের পাশের খালি জায়গায় বসানো হয়েছে চশমার দোকান। এসব কারণে ইমারত নির্মাণ বিধিমালা ভঙ্গ হওয়ার হাসপাতাল কর্তৃপক্ষকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।

আল নূর চক্ষু হাসপাতালের মানব সম্পদ বিভাগের ব্যবস্থাপক নুরুজ্জামান খোশনবীশেরে দাবি, ওটা পার্কিংয়ের জায়গা এটা তাদের জানা ছিল না।

যথাসময়ে অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়া হবে বলে তিনি জানান।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন:

স্বাস্থ্য -এর সর্বশেষ