১৫ মে ২০২৪ বুধবার, ১০:৫২ এএম
স্টাফ রিপোর্টার
শেয়ার বিজনেস24.কম
![]() |
মানিকগঞ্জের ঘিওর উপজেলায় লিচুর বিচি গলায় আটকে শ্বাসরোধে আওয়ামী লীগের নেতা আব্দুল মজিদ মিয়া (৬৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার (১৫ মে) সকাল ৯টার দিকে উপজেলার বড়টিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যন সামছুল হক মোল্লা রওশন এই বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত ব্যক্তি ওই ইউনিয়নের কলিয়া গ্রামের মৃত আবুল কাশেম মিয়ার ছেলে। তিনি বড়টিয়া ইউনিয়নের আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ছিলেন। চেয়ারম্যন সামছুল হক মোল্লা রওশন জানান, মঙ্গলবার (১৪ মে) বিকেলে নিহত আব্দুল মজিদ মিয়া তার নিজ বাড়িতে লিচু খাচ্ছিলেন। এ সময় হঠাৎ করে একটি লিচুর বিচি তার গলায় আটকে যায়। পরে পরিবারের সদস্যরা তকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এই বিষয়ে ঘিওর থানার ওসি সুকুমার বিশ্বাস বলেন, লিচুর বিচি গলায় আটকে এক জনের মৃত্যু হয়েছে বলে শুনেছি।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।