০১ মার্চ ২০২৫ শনিবার, ১১:৪৫ এএম
ডেস্ক রিপোর্ট
শেয়ার বিজনেস24.কম
![]() |
বাংলাদেশ সরকার দেশের লোকসানি প্রতিষ্ঠানগুলোকে একীভূত, বিলুপ্ত বা বেসরকারিকরণের জন্য নতুন আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে।
অর্থ মন্ত্রণালয়ের সূত্র অনুযায়ী, ‘সরকারি মালিকানাধীন প্রতিষ্ঠানসমূহ (ব্যবস্থাপনা ও সমন্বয়) আইন, ২০২৫’ শিরোনামে একটি খসড়া আইন প্রস্তুত করা হয়েছে। এই আইনের মাধ্যমে সরকারি মালিকানাধীন প্রতিষ্ঠানগুলোর ভাগ্য নির্ধারণের ক্ষমতা অর্থ মন্ত্রণালয়কে প্রদান করা হবে।
সরকারি মালিকানাধীন অনেক প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে লোকসান গুনছে, যা জাতীয় অর্থনীতিতে বোঝা হয়ে উঠেছে। সরকারের বিভিন্ন প্রচেষ্টা সত্ত্বেও এগুলো লাভজনক করা সম্ভব হয়নি। নতুন আইনটির লক্ষ্য এ সমস্যার সমাধান করা। বিশ্বব্যাংকের সহযোগিতায় এ আইন বাস্তবায়নের পরিকল্পনা করা হচ্ছে।
আইনের প্রধান নির্দেশনা:
অর্থনীতিবিদদের মতামত অনুযায়ী, নতুন আইন কার্যকর হলে সরকারের জন্য লোকসানি প্রতিষ্ঠানগুলো বেসরকারি খাতে স্থানান্তর বা বন্ধ করা সহজতর হবে।
সিপিডির ড. ফাহমিদা খাতুন মন্তব্য করেছেন, শুধুমাত্র লোকসানি প্রতিষ্ঠানগুলোকে বেসরকারি খাতে ছেড়ে দেওয়া উচিত, তবে অত্যাবশ্যক সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলো সরকারের অধীনে রাখা প্রয়োজন।
সাবেক অর্থ ও বাণিজ্য সচিব মাহবুব আহমেদ একে ইতিবাচক উদ্যোগ হিসেবে দেখছেন, তবে সতর্ক করে বলেছেন, ‘শুধু একটি আইনের মাধ্যমে পরিবর্তন আসবে না। সঠিক ব্যবস্থাপনা ও সাহসী রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণই হবে এ উদ্যোগের সফলতার মূল চাবিকাঠি।’
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।