facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২৯ ডিসেম্বর রবিবার, ২০২৪

Walton

লোকসানের ধাক্কায় মিরপুর শাখা বন্ধের সিদ্ধান্ত প্রিমিয়ার লিজিংয়ের


১৯ নভেম্বর ২০২৪ মঙ্গলবার, ১১:৫৩  এএম

ডেস্ক রিপোর্ট

শেয়ার বিজনেস24.কম


লোকসানের ধাক্কায় মিরপুর শাখা বন্ধের সিদ্ধান্ত প্রিমিয়ার লিজিংয়ের

প্রতিনিয়ত লোকসানের বোঝা বাড়তে থাকা প্রিমিয়ার লিজিং অবশেষে রাজধানীর মিরপুর শাখা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে ২০২৩ সালের জন্য শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ না দেওয়ার ঘোষণা দিয়েছে কোম্পানিটি।

সোমবার (১৮ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে ২০২৩ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়। রিপোর্ট অনুযায়ী, ২০২৩ সালে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত লোকসান দাঁড়িয়েছে ২৮ টাকা ৫৫ পয়সা, যা আগের বছরে ছিল ১৫ টাকা ৯৭ পয়সা।

লোকসানের ধারা অব্যাহত

কোম্পানির চলতি বছরের প্রথম তিন প্রান্তিকের আর্থিক প্রতিবেদনেও লোকসানের ধারা অব্যাহত রয়েছে। জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ৯ মাসে শেয়ারপ্রতি সমন্বিত লোকসান হয়েছে ৬ টাকা ২২ পয়সা, যেখানে আগের বছরের একই সময়ে লোকসান ছিল ৫ টাকা ৭৯ পয়সা।

শেয়ার দামের নিম্নগতি

গত এক বছরে প্রিমিয়ার লিজিংয়ের শেয়ারের সর্বোচ্চ দাম ছিল ৭ টাকা ৭০ পয়সা, আর সর্বনিম্ন দাম ৩ টাকা ২০ পয়সা। শেয়ারপ্রতি দায়ও বেড়েছে, যা কোম্পানিটির ভবিষ্যৎ আর্থিক স্থিতিশীলতা নিয়ে শঙ্কা তৈরি করেছে।

আগের লভ্যাংশের ইতিহাস

২০১৬ ও ২০১৭ সালে ৫ শতাংশ হারে নগদ লভ্যাংশ প্রদান করেছিল প্রিমিয়ার লিজিং। ২০১৫ থেকে ২০১৮ সাল পর্যন্ত কোম্পানিটি ৫ শতাংশ স্টক লভ্যাংশও দিয়েছিল। তবে সাম্প্রতিক লোকসানের কারণে এ ধারা থেকে পুরোপুরি সরে এসেছে কোম্পানিটি।

এজিএম ও রেকর্ড তারিখ

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৬ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৯ ডিসেম্বর।

লোকসানের চাপ এবং লভ্যাংশ বন্ধের সিদ্ধান্ত কোম্পানিটির প্রতি বিনিয়োগকারীদের আস্থা কতটা ধরে রাখতে পারবে, তা সময়ই বলে দেবে।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: