১৪ ফেব্রুয়ারি ২০২৫ শুক্রবার, ১০:০৩ পিএম
ডেস্ক রিপোর্ট
শেয়ার বিজনেস24.কম
ফুটবলপ্রেমীদের কাছে পিয়েরলুইজি কোলিনা একটি পরিচিত নাম। মুণ্ডিত মস্তক আর তীক্ষ্ণ নীল চোখের এই রেফারি আন্তর্জাতিক ফুটবলে ১০ বছর ধরে রেফারিং করে আসছিলেন। তাঁর নিখুঁত সিদ্ধান্ত এবং কঠোর শাসনের জন্য সারা দুনিয়ায় প্রশংসিত ছিলেন। ১৯৯৮ থেকে ২০০৩ পর্যন্ত তিনি ছয়বার "বিশ্বসেরা রেফারি" খেতাবও অর্জন করেছিলেন।
কিন্তু, অবাক করা তথ্য হলো, ২০০২ বিশ্বকাপের ফাইনাল পরিচালনা করতে গিয়ে কোলিনা নিজেই লোভে পড়ে একটি ইচ্ছাকৃত ভুল করেছিলেন। আর সেই ভুলের কারণ ছিল—বিশ্বকাপের ফাইনালের বলটি সংগ্রহ করা!
সম্প্রতি এক সাক্ষাৎকারে কোলিনা এই ঘটনা প্রকাশ করেন, যেখানে তিনি জানান, ম্যাচ শেষে সমাপ্তির বাঁশি বাজাতে দেরি করেন, মাত্র ১৩ বা ১৪ সেকেন্ড। এর কারণ ছিল তাঁর সংগ্রহে একটি স্মরণীয় জিনিস যোগ করার আকাঙ্ক্ষা—বিশ্বকাপ ফাইনালের বলটি। যদিও এই দেরির কারণে ম্যাচের ফলাফলে কোনো প্রভাব পড়েনি, তবুও তিনি নিশ্চিত করতে চেয়েছিলেন যে বলটি তাঁর হাতে থাকবে।
পুরস্কার বিতরণীর সময় কোলিনা বলটি নিয়ে কী করেছিলেন, তাও তিনি বর্ণনা করেছেন। “একজন সংগঠক বলেছিলেন, `বলটি আমাদের কাছে রেখে যাও, পরে নিয়ে যেও`, কিন্তু আমি বলেছিলাম, ‘না, বলটি আমার কাছে থাকবে।’ অনুষ্ঠানের ছবিগুলোতে দেখবেন, বলটি সারাক্ষণই আমি হাতে ধরে ছিলাম।”
এভাবে রেফারি কোলিনা নিজেই এই বিশ্বকাপের স্মৃতি চিরকাল নিজের কাছে রেখেছেন, যা হয়তো ফুটবল ইতিহাসের এক অদ্ভুত মুহূর্ত হয়ে থাকবে।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।