facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২২ ফেব্রুয়ারি শনিবার, ২০২৫

Walton

শক্তিশালী পাসপোর্ট সূচকে ৪ ধাপ এগিয়েছে বাংলাদেশ


১১ ফেব্রুয়ারি ২০২৫ মঙ্গলবার, ১১:৫০  এএম

ডেস্ক রিপোর্ট

শেয়ার বিজনেস24.কম


শক্তিশালী পাসপোর্ট সূচকে ৪ ধাপ এগিয়েছে বাংলাদেশ

বাংলাদেশের পাসপোর্ট ২০২৫ সালে শক্তিশালী পাসপোর্ট সূচকে ৪ ধাপ এগিয়ে ৯৩তম অবস্থানে এসেছে। তবে, আগাম ভিসা না নিয়ে যাওয়া যাবে এমন দেশের সংখ্যা কিছুটা কমে গেছে। ২০২৪ সালে যেখানে বাংলাদেশিরা ৪২টি দেশে ভিসা ছাড়া ভ্রমণ করতে পারতেন, সেখানে ২০২৫ সালে তা কমে দাঁড়িয়েছে ৩৯টিতে।

বাংলাদেশিরা ভিসা ছাড়া যে ৩৯টি দেশে যেতে পারবে, সেগুলো হলো- মালদ্বীপ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, বাহামা দ্বীপপুঞ্জ, বার্বাডোজ, বলিভিয়া, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডস, বুরুন্ডি, কম্বোডিয়া, কেপ ভার্দে দ্বীপপুঞ্জ, কমোরো দ্বীপপুঞ্জ, কুক দ্বীপপুঞ্জ, জিবুতি, ডোমিনিকা, ফিজি, গ্রেনাডা, গিনি-বিসাউ, হাইতি, জ্যামাইকা, কেনিয়া, কিরিবাতি, মাদাগাস্কার, মাইক্রোনেশিয়া, মন্টসেরাত, মোজাম্বিক, নিউয়ে, রুয়ান্ডা, সামোয়া, সেশেলস, সিয়েরা লিওন, সোমালিয়া, সেন্ট কিটস অ্যান্ড নেভিস, সেন্ট ভিনসেন্ট অ্যান্ড গ্রেনাডাইনস, গাম্বিয়া, টিমর-লেস্টে, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো, টুভালু এবং ভানুয়াতু।

বিশ্বের শক্তিশালী পাসপোর্ট সূচক অনুযায়ী, সিঙ্গাপুরের পাসপোর্টধারীরা ১৯৩টি দেশে ভিসা ছাড়াই যেতে পারেন, এবং জাপান ও দক্ষিণ কোরিয়ার পাসপোর্টধারীরা ১৯০টি দেশে ভিসা ছাড়াই প্রবেশ করতে পারবেন।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: