facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ০১ জানুয়ারি বুধবার, ২০২৫

Walton

শরিফুল-সাকিবের বোলিং তোপে বাংলা টাইগার্সে দুর্দান্ত জয়


০১ আগস্ট ২০২৪ বৃহস্পতিবার, ১২:১৭  পিএম

স্পোর্টস ডেস্ক

শেয়ার বিজনেস24.কম


শরিফুল-সাকিবের বোলিং তোপে বাংলা টাইগার্সে দুর্দান্ত জয়

শরিফুল ইসলাম ও সাকিব আল হাসানদের বোলিং তোপে কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে আরেকটি দুর্দান্ত জয় পেল বাংলা টাইগার্স মিসিসাগা। সারে জাগুয়ার্সকে ৪ উইকেটে হারিয়েছে দলটি।ব্রাম্পটনের সিএএ সেন্টারে প্রথমে ব্যাট করা সারেকে মাত্র ১০১ রানে গুটিয়ে দেয় বাংলা টাইগার্স। জবাবে ৬ উইকেট হারিয়ে ও এক ওভার বাকি থাকতে জয় তুলে নেয় বাংলা টাইগার্স।

১০২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বাংলা টাইগার্সও অবশ্য খুব বেশি স্বস্তিতে ছিল না। দলীয় ৭৩ রানে ৬ উইকেট হারিয়ে বসে। তবে গত ম্যাচের মতো এ ম্যাচে অলরাউন্ড নৈপুণ্যে দলকে উদ্ধার করেন ডেভিড ভিসে। তিনি ১৯ বলে একটি চার ও ২টি ছক্কায় ২৭ রানে অপরাজিত থেকে দলকে জেতান। আরেক ব্যাটার ডিলন হেলিগার ১২ বলে ১৭ রানে অপরাজিত থাকেন। অধিনায়ক সাকিব আল হাসান ১ রানে আউট হন।

সারের হয়ে সূনীল নারাইন ৩টি উইকেট লাভ করেন। টস জিতে এর আগে প্রথমে ব্যাট করতে নেমে বিপদে পড়ে সারে। শরিফুল-ভিসের তোপে আসা-যাওয়ার মিছিলে ব্যস্ত থাকে তাদের ব্যাটাররা। সর্বোচ্চ ৩৬ রান করা অধিনায়ক মার্কাস স্টোইনিসকে বোল্ড করেন সাকিব। এছাড়া লোগান ভ্যান বিক ৩১ রান করেছেন।

বাংলা টাইগার্সের হয়ে শরিফুল ৪ ওভারে মাত্র ১১ রানের বিনিময়ে ৩টি উইকেট নেন। এছাড়া ভিসে ও সাকিব ২টি করে উইকেট দখল করেন।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন:

খেলার জগৎ -এর সর্বশেষ