২৭ অক্টোবর ২০২৪ রবিবার, ০৫:১৮ পিএম
শরীয়ডপুর থেকে এম এ ওয়াদুদ মিয়া
শেয়ার বিজনেস24.কম
কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই, যথাযোগ্য মর্যদা এবং আনন্দমুখর পরিবেশে শরীয়তপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। কিন্তু দলীয় কোন্দলের কারণে শরীয়তপুরে একই সময়ে তিন জায়গায় আলাদা ভাবে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
তিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উপজেলা যুবদলের সভাপতি জামাল উদ্দিন বিদ্যুৎ এবং পৌরসভা যুবদলের সাংগঠনিক সম্পাদক টিটু চোকদারের নেতৃত্বে শরীয়তপুর সদর উপজেলার পাকার মাথা থেকে একটি বর্ণাঢ্য মিছিল বের হয়। র্মিছিলটি জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সামনে এসে শেষ হয়। পরে উপজেলা চত্ত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল জাব্বার খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাসসের জেলা প্রতিনিধি এবং বিএনপি নেতা মজিবুর রহমান মাদবর।
এদিকে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা যুবদলের সভাপতি আরিফ মোল্যা সদর উপজেলার মনোহর বাজার থেকে বিসাল এক মিছিল নিয়ে পৌর অডিটোরিয়ামে আসেন। সেখানেই তিনি কেক কেঁটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেই আলোচলা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জজ কোর্টের সিনিয়র আইনজীবী এ্যাডভোকেট জাহাঙ্গীর আলম কাশেম।
অপরদিকে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পালং বাজার বালুর মাঠ থেকে একটি বিসাল মিছিল বের হয়। মিছিলটি জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পূণরায় বালুর মাঠে ফিরে আসে। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেই আলোচনা সভায় বিএনপি নেতা মাহাবুবুর রহমান তালুকদার, দুলাল খান, মহিউদ্দিন বাদল এবং মান্নান মাদবর বক্তব্য রাখেন। উল্লেখ্য, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই তিন গ্রুপের আলাদা মিছিল করার কারণে সারা শরীয়তপুর জুড়ে যানজট বাঁধে। বাড়ে জনদুর্ভোগ।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।