২১ ফেব্রুয়ারি ২০২৫ শুক্রবার, ০১:১৮ পিএম
ডেস্ক রিপোর্ট
শেয়ার বিজনেস24.কম
![]() |
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষাশহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
রীতি অনুযায়ী, ২১ ফেব্রুয়ারি রাত ১২টা ১ মিনিটে প্রথমে রাষ্ট্রপতি এবং পরে প্রধান উপদেষ্টা পুষ্পস্তবক অর্পণ করেন। এর মধ্য দিয়ে শুরু হয় অমর একুশের কর্মসূচি। পরে বিভিন্ন রাজনৈতিক দল, কূটনীতিক, ভাষাসৈনিক, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন, “বাংলা ভাষার মর্যাদা ও বিস্তারে সরকার নিরলস কাজ করছে। তথ্যপ্রযুক্তিতে বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি ব্রেইল বই ও বিভিন্ন জাতিগোষ্ঠীর মাতৃভাষায় পাঠ্যপুস্তক বিনামূল্যে বিতরণ করা হচ্ছে।”
তিনি আরও বলেন, "২১ ফেব্রুয়ারি শুধু বাঙালির নয়, সারা বিশ্বের ভাষাপ্রেমীদের জন্য অনন্য দিন। এ বছরের প্রতিপাদ্য ‘মেইক ল্যাঙ্গুয়েজ কাউন্ট ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট’ অত্যন্ত সময়োপযোগী।"
শ্রদ্ধার্ঘ্য অর্পণের সময় ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানের করুণ সুরে বাঙালির আবেগ আপ্লুত হয়ে ওঠে। ভাষা শহীদদের স্মরণে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে, যার মধ্যে রয়েছে প্রভাতফেরি, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা।
এদিকে, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) তাদের পূর্বনির্ধারিত কর্মবিরতি স্থগিতের ঘোষণা দিয়েছে, যাতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের গুরুত্ব আরও সুস্পষ্টভাবে প্রতিফলিত হয়।
রাজধানীজুড়ে কেন্দ্রীয় শহীদ মিনারসহ বিভিন্ন স্থানে বর্ণিল আলপনায় সেজেছে দেয়াল ও রাজপথ, প্রতীকী চিত্রকর্মে ফুটিয়ে তোলা হয়েছে ভাষা আন্দোলনের চেতনা।
১৯৫২ সালের এই দিনে বাংলার দামাল ছেলেরা মাতৃভাষার জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিলেন। তাঁদের আত্মত্যাগের বিনিময়ে বাংলা পেয়েছিল রাষ্ট্রভাষার স্বীকৃতি, যা আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে বিশ্বজুড়ে পালিত হচ্ছে।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।