facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২২ জানুয়ারি বুধবার, ২০২৫

Walton

শাহজালালে বিমানের জরুরি অবতরণ: বোমা হামলার হুমকিতে তল্লাশি চলছে


২২ জানুয়ারি ২০২৫ বুধবার, ১২:৩৫  পিএম

ডেস্ক রিপোর্ট

শেয়ার বিজনেস24.কম


শাহজালালে বিমানের জরুরি অবতরণ: বোমা হামলার হুমকিতে তল্লাশি চলছে

রোম থেকে ঢাকায় আসার পথে বোমা হামলার হুমকিতে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-৩৫৬ ফ্লাইট বুধবার সকাল ৮:৫০ মিনিটে শাহজালাল বিমানবন্দরে জরুরি অবতরণ করে। ফ্লাইটে থাকা ২৫০ যাত্রী ও ১৩ ক্রুকে দ্রুত নামিয়ে নেওয়া হয়েছে।

বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাসলিমা আক্তার জানান, তল্লাশি এখনো চলছে, তবে এখন পর্যন্ত কোনো বোমার সন্ধান পাওয়া যায়নি।

বিমানবন্দর সূত্র জানায়, একটি অপরিচিত নম্বর থেকে ফোনে বোমা হামলার হুমকি দেওয়া হয়। এই হুমকির পর বিমানবন্দরের নিরাপত্তা জোরদার করা হয়েছে। ফ্লাইটটি নিরাপদে অবতরণের পর যাত্রী ও ক্রুদের সুরক্ষিত স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

নিরাপত্তা কর্মীরা ফ্লাইটের প্রতিটি অংশ তল্লাশি করে নিশ্চিত হওয়ার চেষ্টা করছেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা এ ঘটনায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করেছেন।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: