০৬ অক্টোবর ২০২৩ শুক্রবার, ১১:১৯ এএম
স্টাফ রিপোর্টার
শেয়ার বিজনেস24.কম
![]() |
মাধ্যমিক পর্যায়ের স্কুলগুলোতে বার্ষিক পরীক্ষাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের কাছে অগ্রিম বেতন নেওয়া যাবে না। শিক্ষার্থীদের কাছ থেকে বেতনসহ অন্যান্য পাওনা স্ব স্ব মাসেই নিতে হবে। বৃহস্পতিবার (৫ অক্টোবর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক এস এম জিয়াউল হায়দার হেনরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
আদেশে বলা হয়, ২০২৩ শিক্ষাবর্ষের মাধ্যমিক-সমমানের সব শ্রেণির বার্ষিক পরীক্ষা বা মূল্যায়ন নভেম্বর মাসের মধ্যে সমাপ্ত করার নির্দেশনা দেয়া হয়েছে। এ অজুহাতে কতিপয় শিক্ষা প্রতিষ্ঠান থেকে অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বর মাসের বেতনসহ অন্যান্য পাওনা শিক্ষার্থীদের কাছ থেকে একসঙ্গে অগ্রিম আদায়ের নোটিশ দেয়া হয়েছে, যা গ্রহণযোগ্য নয়।
আদেশে আরো বলা হয়েছে, সব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের কাছ থেকে বেতনসহ অন্যান্য পাওনা স্ব স্ব মাসেই গ্রহণ করতে হবে। একসঙ্গে একাধিক মাসের পাওনা অগ্রিম গ্রহণ করা যাবে না।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।