০৮ আগস্ট ২০২৪ বৃহস্পতিবার, ১১:২৯ এএম
ডেস্ক রিপোর্ট
শেয়ার বিজনেস24.কম
ব্র্যাক ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক সৈয়দ মাহফুজুল আজিজ শিক্ষার্থীদের উদ্দেশে বলেন,‘আমি দেখেছি তোমরা দলবেঁধে ক্যাম্পাসের সামনে রাস্তা পরিষ্কার করছো। আমি দেখেছি তোমরা ট্রাফিক নিয়ন্ত্রণের মাধ্যমে যানবাহন এবং মানুষের চলাচলে সাহায্য করছো। জাতির এই ক্রান্তিলগ্নে তোমাদের দায়িত্ববোধ আমাদের অভিভূত এবং অনুপ্রাণিত করছে। একটি শান্তিপূর্ণ এবং বৈষম্যহীন সমাজ গঠনে নেতৃত্ব দিতে পারবে তোমরা, সে বিশ্বাস আমাদের আছে।’
‘আমরা তোমাদের পাশে আছি। এসো আমরা সবাই মিলে সংখ্যালঘু সম্প্রদায়সহ সবার নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের যার যার করণীয় তা করতে সচেষ্ট হই।
আশা করি তোমরা সবাই ভালো এবং নিরাপদে থাকবে।’
বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এসব কথা বলেন।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।