facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২১ এপ্রিল সোমবার, ২০২৫

Walton

শিক্ষা প্রতিষ্ঠানে অগ্রিম টিউশন ফি নিলেই ব্যবস্থা


১০ অক্টোবর ২০২৩ মঙ্গলবার, ০৪:৩৩  পিএম

স্টাফ রিপোর্টার

শেয়ার বিজনেস24.কম


শিক্ষা প্রতিষ্ঠানে অগ্রিম টিউশন ফি নিলেই ব্যবস্থা

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারা দেশের সব প্রাথমিক ও মাধ্যমিক স্কুলের বার্ষিক পরীক্ষা নভেম্বরের মধ্যে শেষ করতে বলেছে শিক্ষা মন্ত্রণালয়। নির্বাচনকে কেন্দ্র করে শিক্ষার্থীরা যেন সমস্যায় না পড়ে সেই ভাবনা থেকে দ্রুত পরীক্ষা নেওয়ার কথা বলা হয়েছে। সেই লক্ষ্যে আগামী নভেম্বর মাসে সারা দেশের স্কুলগুলোতে বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সেই সুযোগে অক্টোবর মাসেই নভেম্বর ও ডিসেম্বরের অগ্রিম টিউশন ফি আদায় শুরু করেছে স্কুলগুলো। এমন অভিযোগ পাওয়ার পর শিক্ষার্থীদের কাছ থেকে অগ্রিম কোনো টিউশন ফি আদায় না করতে কড়া নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

সোমবার (৯ অক্টোবর) শিক্ষা মন্ত্রণায়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের যুগ্ম সচিব জহিরুল ইসলামের সই করা অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়।

এতে বলা হয়, শুধু সংশ্লিষ্ট মাসের টিউশন ফি সংশ্লিষ্ট মাসেই নিতে হবে। এ বিষয়ে ব্যবস্থা নিতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালকে নির্দেশ দেওয়া হয়েছে।

এতে বলা হয়, চলতি বছরের মাধ্যমিক ও সমমানের সব শ্রেণির বার্ষিক পরীক্ষা নভেম্বরের মধ্যে সমাপ্ত হবে। এ অজুহাতে কিছু শিক্ষাপ্রতিষ্ঠান অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বর— তিন মাসের টিউশন ফি শিক্ষার্থীদের কাছ থেকে একসঙ্গে অগ্রিম আদায়ের নোটিশ দিয়েছে। এতে অভিভাবকেরা অসহনীয় আর্থিক চাপের মধ্যে পড়বেন।

আরও বলা হয়, একসঙ্গে একাধিক মাসের টিউশন ফি অগ্রিম আদায় না করে শিক্ষার্থীদের সংশ্লিষ্ট মাসের টিউশন ফি সংশ্লিষ্ট মাসেই যেন নেওয়া হয়, এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরকে (মাউশি) নির্দেশ দেওয়া হয়েছে।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: