facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২২ ফেব্রুয়ারি শনিবার, ২০২৫

Walton

শিরোপা জয়ের সমীকরণ: ব্রাজিল-আর্জেন্টিনার সামনে কঠিন চ্যালেঞ্জ


১৬ ফেব্রুয়ারি ২০২৫ রবিবার, ০৭:৫৯  পিএম

ডেস্ক রিপোর্ট

শেয়ার বিজনেস24.কম


শিরোপা জয়ের সমীকরণ: ব্রাজিল-আর্জেন্টিনার সামনে কঠিন চ্যালেঞ্জ

দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে দুই ভিন্ন অবস্থানে যাত্রা শুরু করেছিল চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনা। ইতিহাস গড়া পরাজয়ের ধাক্কা সামলে ব্রাজিল এখন শিরোপার দৌড়ে খানিকটা এগিয়ে, তবে আর্জেন্টিনাও সমানতালে লড়ছে।

প্রথম ম্যাচেই আর্জেন্টিনার কাছে ৬-০ গোলে বিধ্বস্ত হয়েছিল ব্রাজিল, যা তাদের ইতিহাসে সবচেয়ে বড় পরাজয়। এমন পরাজয়ের পর অনেকেই ভেবেছিলেন, ব্রাজিল এবার ছিটকে যাবে। অন্যদিকে, সেই বড় জয়ের পর আর্জেন্টিনার আত্মবিশ্বাস ছিল তুঙ্গে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে পাল্টে গেছে দৃশ্যপট। চূড়ান্ত পর্বের ম্যাচে সেই আর্জেন্টিনাকে ১-১ গোলে রুখে দিয়েছে ব্রাজিল।

এখন শিরোপার লড়াইয়ের শেষ ধাপে দুই দলই সমান ১০ পয়েন্ট নিয়ে দাঁড়িয়ে। আজ রাত ৩টা ৩০ মিনিটে ব্রাজিল মুখোমুখি হবে চিলির বিপক্ষে, আর ভোর ৬টা ৩০ মিনিটে আর্জেন্টিনার প্রতিপক্ষ প্যারাগুয়ে। যদি দুই দলই একই ফলাফল করে, তবে শিরোপার ভাগ্য নির্ধারিত হবে গোল ব্যবধানে।

বর্তমানে গোল ব্যবধানে (+৪) ব্রাজিল এগিয়ে আর্জেন্টিনার (+৩) চেয়ে। তবে মোট গোলের হিসাবে আর্জেন্টিনা (৮) এগিয়ে ব্রাজিলের (৬) চেয়ে। পয়েন্ট সমান হলে প্রথমে গোল ব্যবধান দেখা হবে, এরপর গোলসংখ্যা, লাল কার্ড, হলুদ কার্ড, এবং শেষ পর্যন্ত লটারির মাধ্যমে চ্যাম্পিয়ন নির্ধারিত হতে পারে।

তবে একটি বিশেষ সুবিধা থাকবে আর্জেন্টিনার জন্য। ব্রাজিলের ম্যাচ শেষ হবে আর্জেন্টিনার মাঠে নামার আগেই। তাই শিরোপা জয়ের জন্য আর্জেন্টিনাকে ঠিক কী করতে হবে, সেটি জেনে পরিকল্পনা সাজানোর সুযোগ পাবে তারা।

শেষ মুহূর্তের রোমাঞ্চ নিয়ে অপেক্ষায় ফুটবলপ্রেমীরা। ব্রাজিল কি পারবে ইতিহাস গড়ে ঘুরে দাঁড়াতে, নাকি আর্জেন্টিনাই শেষ হাসি হাসবে? উত্তর মিলবে শিরোপা নির্ধারণী ম্যাচের পর!

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন:

খেলার জগৎ -এর সর্বশেষ