১৩ ফেব্রুয়ারি ২০২৫ বৃহস্পতিবার, ০৯:২২ পিএম
ডেস্ক রিপোর্ট
শেয়ার বিজনেস24.কম
এক সময় ডায়াপারের প্রয়োজন ছিল না, সন্তানদের বড় করা হতো ন্যাচারালভাবে। তবে এখনকার ব্যস্ত শহুরে জীবনে অনেক অভিভাবকই ডায়াপারের ওপর নির্ভরশীল হয়ে পড়েছেন। মা-বাবা দুজনেই কর্মজীবী হলে, অথবা বাড়িতে মা থাকলেও পরিবারের সদস্যসংখ্যা কম হলে, শিশুর সঠিক দেখাশোনা করা কঠিন হয়ে পড়ে। এমন পরিস্থিতিতে ডায়াপার ব্যবহারে খরচ বেড়ে যায়। কিন্তু কিছু কৌশল অবলম্বন করে আপনি এই খরচ কমিয়ে ফেলতে পারেন।
ডায়াপারের ব্যবহার কমানোর জন্য বাড়িতে কিছু সহজ ব্যবস্থা নিতে পারেন। শিশুর খেলার জায়গায় ইউরিন ম্যাট বা রেক্সিনজাতীয় সামগ্রী ব্যবহার করতে পারেন, যাতে শিশুর প্রস্রাব বা পায়খানা যদি হয়ও, তা সহজেই পরিষ্কার করা যায়। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ, শিশুকে নিয়মিত পরখ করা, যেন তার ত্বক ভেজা কাপড়ে সংস্পর্শে না আসে। বাইরে বের হওয়ার সময় কেবল ডায়াপার ব্যবহার করুন, এতে শিশুর ত্বক র্যাশ এবং অন্য সমস্যা কম হবে।
ডায়াপার কেনার সময়, বেশি পরিমাণে কিনলে খরচ কিছুটা কম হবে। তবে মনে রাখবেন, শিশুর শারীরিক বৃদ্ধি দ্রুত হতে পারে, তাই খুব বেশি পরিমাণে না কিনে প্রয়োজনে বন্ধু বা স্বজনদের সঙ্গে মিলে পাইকারি দামে কিনতে পারেন। এছাড়া যদি তাদের সন্তান ডায়াপার ব্যবহার না করে, তাহলে অব্যবহৃত ডায়াপার সংগ্রহ করার চেষ্টা করতে পারেন।
কাপড়ের ডায়াপারও একটি সাশ্রয়ী বিকল্প হতে পারে। এসব দীর্ঘদিন টেকসই হয় এবং সঠিকভাবে পরিষ্কার করলে শিশুর জন্য নিরাপদও। এতে খরচ কমানোর পাশাপাশি পরিবেশও সুরক্ষিত থাকে।
শিশুকে টয়লেট ট্রেনিং দেওয়া খুবই গুরুত্বপূর্ণ। যখন শিশুটি বসতে শিখবে, তখন তাকে পট ব্যবহারের জন্য উৎসাহিত করুন। নির্দিষ্ট সময় পর পর তাকে পটে বসাতে হবে। দিনে বা রাতে শিশু যখন প্রস্রাব বা পায়খানা করতে চায়, তখন তার আচরণ বুঝে তাকে পটে বসানো সহজ হবে। এই অভ্যাস শিশুকে স্বাভাবিকভাবে সাহায্য করবে এবং ডায়াপারের প্রয়োজন কমে যাবে।
শিশুকে এমন প্যান্ট বা পায়জামা পরান, যা সহজে খুলে ফেলা যায়। শিশুরা যখন তাদের প্রস্রাব বা পায়খানার প্রয়োজনীয়তা বুঝতে পারে, তখন তারা নিজে থেকেই তার সংকেত দিতে পারে। আপনি যদি শিশুর এই ছোট ছোট পরিবর্তন বুঝতে পারেন, তাহলে তাকে সহজে পটে বসানো সম্ভব হবে।
এভাবে, কিছু সহজ এবং কার্যকর উপায়ে আপনি শিশুর ডায়াপারের খরচ কমাতে পারবেন এবং তার স্বাস্থ্যের সুরক্ষাও নিশ্চিত করতে পারবেন।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।