facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২৭ ডিসেম্বর শুক্রবার, ২০২৪

Walton

শীর্ষে উঠে লড়াই জমিয়ে তুলল আর্সেনাল


১০ মার্চ ২০২৪ রবিবার, ১০:১৩  এএম

স্পোর্টস ডেস্ক

শেয়ার বিজনেস24.কম


শীর্ষে উঠে লড়াই জমিয়ে তুলল আর্সেনাল

ইংলিশ প্রিমিয়ার লিগে টানা অষ্টম জয় তুলে নিয়েছে আর্সেনাল। ব্রেন্টফোর্ডকে ২-১ গোলে হারিয়ে আরও একবার লিগ টেবিলের শীর্ষে উঠল মিকেল আরতেতার শিষ্যরা। ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে শনিবার রাতে ডেকলান রাইসের গোলে স্বাগতিকরা এগিয়ে যাওয়ার পর সমতা টানেন ইয়োয়ান উইসা। শেষ দিকে ব্যবধান গড়ে দেন কাই হাভার্টজ।

ম্যাচের ১৯তম মিনিটে বেন হোয়াইটের ক্রসে হেডে দলকে এগিয়ে নেন ইংলিশ মিডফিল্ডার রাইস। অনেকটা সময় ব্যবধান ধরে রাখলেও বিরতির আগে গোল খেয়ে বসে আর্সেনাল। প্রথমার্ধের যোগ করা সময়ে তাদের গোলরক্ষক অ্যারন র‌্যামসডেলের মারাত্মক ভুলে জালে বল পাঠান কঙ্গোর মিডফিল্ডার উইসা। হাভার্টজ ৮৬তম মিনিটে গোল করে জয়ে অবদান রাখেন। ইংলিশ ডিফেন্ডার হোয়াইটের দুর্দান্ত ক্রসে হেডে বল ঠিকানায় পাঠান হাভার্টজ।

এ জয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা লড়াইটা জমে উঠল আরও। ২৮ ম্যাচে ২০ জয় ও ৪ ড্রয়ে ৬৪ পয়েন্ট আর্সেনালের। তাদের চেয়ে ১ পয়েন্ট কম নিয়ে দুইয়ে নেমে গেছে লিভারপুল। আর অ্যানফিল্ডের দলের চেয়ে ১ পয়েন্ট কম নিয়ে তিনে ম্যানচেস্টার সিটি। এই দুই দল অবশ্য একটি করে ম্যাচ কম খেলেছে।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন:

খেলার জগৎ -এর সর্বশেষ