facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ১১ জানুয়ারি শনিবার, ২০২৫

Walton

শুরু হলো হুয়াওয়ের প্রোগ্রামিং প্রতিযোগিতা


১৭ নভেম্বর ২০২২ বৃহস্পতিবার, ১০:১৩  এএম

স্টাফ রিপোর্টার

শেয়ার বিজনেস24.কম


শুরু হলো হুয়াওয়ের প্রোগ্রামিং প্রতিযোগিতা

হুয়াওয়ে পরিচালিত ১৪ দিনের একটি অনলাইন প্রোগ্রামিং চ্যালেঞ্জ আজ (বৃহস্পতিবার) শুরু হয়েছে। ৪৫তম আইসিপিসি ওয়ার্ল্ড ফাইনাল উপলক্ষে সবার জন্য এই উন্মুক্ত প্রতিযোগিতাটি আয়োজন করা হয়েছে।

বিজয়ীদের জন্য পুরস্কার হিসেবে রয়েছে ১৫ হাজার ডলার, বিদেশে যাওয়ার সুযোগ এবং আরও অনেক কিছু। হুয়াওয়ে পরিচালিত এই ৪৫ তম আইসিপিসি ওয়ার্ল্ড ফাইনাল চ্যালেঞ্জে বিজয়ী হতে বিভিন্ন ব্যবসায়িক ডোমেন - সেন্ট্রাল সফটওয়্যার ইন্সটিটিউট এবং হাইসিলিকন (HiSilicon) থেকে দুটি সমস্যার সমাধান করতে হবে।

অংশগ্রহণকারীরা যেকোনো একটি অথবা উভয় সমস্যা সমাধানের জন্য বিনামূল্যে নিবন্ধন করতে পারবেন।

প্রতিটি সমস্যার জন্য আলাদা-আলাদা স্কোরবোর্ড এবং প্রাইজ মানি থাকবে। প্রতিটি সমস্যা থেকে একজন বিজয়ী নির্বাচন করা হবে। এই বিজয়ীরা ১৫ হাজার মার্কিন ডলার এবং ৪৬ তম বার্ষিক আইসিপিসি ওয়ার্ল্ড ফাইনালে অতিথি হিসেবে যোগ দেয়ার সুযোগ পাবেন।

প্রতিটি সমস্যার দ্বিতীয় থেকে ৬ষ্ঠ স্থান অধিকারীরা আট হাজার মার্কিন ডলার এবং ৭তম থেকে ১৬তম স্থান অধিকারীরা তিন হাজার মার্কিন ডলার পুরস্কার হিসবে পাবে। ১৭তম থেকে ৪৬তম স্থান অধিকারীদের জন্য হুয়াওয়ে ফ্রি বাডস (FreeBuds) পুরস্কার হিসেবে থাকবে।

আগ্রহীরা এই প্রতিযোগিতা সম্পর্কে আরও জানতে এবং নিবন্ধন করতে এই লিঙ্কে ভিজিট করুতে পারেন- https://codeforces.com/blog/entry/107590

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন:

বিজ্ঞান ও প্রযুক্তি -এর সর্বশেষ