facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ১০ জানুয়ারি শুক্রবার, ২০২৫

Walton

শূন্য থেকেই শুরু উদ্যোক্তা কিষাণীর


০৫ ডিসেম্বর ২০২১ রবিবার, ০৪:১৮  পিএম

নিজস্ব প্রতিবেদক

শেয়ার বিজনেস24.কম


শূন্য থেকেই শুরু উদ্যোক্তা কিষাণীর

কিষাণীর যাত্রা শুরু হয়েছিল ২০১৬ সালের ২৫ মে। রাজশাহীর বিখ্যাত আম সরবরাহের মাধ্যমে এর সূচনা। সে সময় কিছু অসাধু ব্যবসায়ী আমে ফরমালিন মেশানোর ফলে এক ধরনের আতঙ্ক বিরাজ করছিল। তখন কিষাণী কিছু পরিচিত মানুষের কাছে ক্যামিকেল তথা ফরমালিন মুক্ত আম দেওয়া শুরু করে। জানা মতে আমিই প্রথম নারী, যিনি আম নিয়ে কাজ করার দুঃসাহস করেছিলাম। আমার কোন রকম পুঁজিরই প্রয়োজন পড়েনি। গ্রাহকের দেয়া অগ্রিম টাকা নিয়ে প্রতিশ্রুত আম পাঠিয়েছিলাম। সেই সূত্রে বলতে পারি কিষাণীর কোন বিনিয়োগই ছিল না। শূন্য থেকে আজকের এই কিষাণী।

তারই ধারাবাহিকতায় আস্তে আস্তে গ্রাহকের সংখ্যা বাড়ার পাশাপাশি আস্থার পারদ বাড়তে থাকে। সকল গ্রাহক আমের পাশাপাশি অন্যান্য খাঁটি খাদ্য পণ্য নিয়ে কাজ করার জন্য বলতে থাকেন। কারন আম ছিল মৌসুমি ফল।

তখন আমার মনে হলো বাজারে যেখানে ভেজালের দৌরাত্ম্য সেখানে খাঁটি পণ্য মানুষের কাছে পৌঁছে দিতে পারাটা সেবার পর্যায়ে পড়ে।

২০২০ সালের জানুয়ারিতে আমের পাশাপাশি অন্যান্য পণ্য মধু, ঘি, সরিষার তেল, নারিকেল তেল, খেজুরের গুড়, চুইঝাল, কুমড়ো বড়ি, মরিচ গুড়া, হলুদ গুড়া, জিরা গুড়া, ধনে গুড়া, গমের লাল আটা, শ্রীমঙ্গলের চা যুক্ত হয়। আম যেমন গ্রাহকের হৃদয়ে ভরসা যুগিয়েছিল তেমনি অন্য পণ্যগুলোও তাদের মনে জায়গা করে নিয়েছে ইতিমধ্যেই৷ যেখানে বড় বড় ই-কমার্স সাইটের নেগেটিভ রিভিউ থাকে সেখানে আমার কোন নেতিবাচক রিভিউ নাই। শুধু দেশই নয় দেশের বাইরে থেকেও কিষাণীতে অর্ডার করছেন। তাদের প্রিয়জনকে খাঁটি জিনিস খাওয়াতে চান বলে।

গ্রাহকদের সবচেয়ে বড় সুবিধা আমি যেটা দিই তা হলো মানিব্যাক গ্যারান্টি। পণ্য হাতে পাবার ৩ দিনের মধ্যে যে কোন কারনেই পণ্য ফেরত দিতে পারেন। চাইলে অন্য পণ্য বা পুরো টাকা ফেরত নিতে পারেন।

কিষাণীর ভবিষ্যৎ পরিকল্পনা হলো-

✅ প্রত্যেক ঘরে ঘরে আমাদের খাঁটি পণ্য তুলে দেয়া।
✅ খাঁটি পণ্যের ব্র্যান্ড হিসাবে প্রতিষ্ঠিত করা। খাঁটি মানেই কিষাণীকে চিনবে।
✅ কিছু মানুষের কর্মসংস্থান তৈরি করা।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন:

নারী ও নারী উদ্যোক্তা -এর সর্বশেষ