
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) উদ্যোগে আয়োজিত শেখ হাসিনা আন্তঃব্যাংক ফুটবল টুর্নামেন্টের লোগো উন্মোচন করা হয়েছে।
রাজধানীর কুর্মিটোলা গলফ ক্লাব মাঠে শনিবার (৬ মে) সেনাপ্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ এ লোগো উন্মোচন করেন।
ফুটবল টুর্নামেন্ট শুরু হবে ১৩ মে। এতে সার্বিক সহযোগিতা করছে বাংলাদেশ সেনাবাহিনী। বিএবি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিএবির চেয়ারম্যান মো. নজরুল ইসলাম মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম, বিএবির সদস্য ব্যাংকগুলোর চেয়ারম্যান, পরিচালক, ব্যবস্থাপনা পরিচালক, ঊর্ধ্বতন নির্বাহী, বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
শেয়ার বিজনেস24.কম