১৫ ফেব্রুয়ারি ২০২৫ শনিবার, ০৭:০১ পিএম
ডেস্ক রিপোর্ট
শেয়ার বিজনেস24.কম
আগামীকাল, রোববার (১৬ ফেব্রুয়ারি), ব্যক্তিশ্রেণির করদাতাদের বার্ষিক আয়কর বিবরণী বা রিটার্ন জমার সময়সীমা শেষ হচ্ছে। অর্থাৎ, হাতে সময় আছে মাত্র আজ ও আগামীকাল! এই সময়ের মধ্যে রিটার্ন জমা না দিলে পরে জরিমানা গুনতে হতে পারে।
রিটার্ন জমার সময়সীমা ও প্রক্রিয়া
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ইতোমধ্যে তিন দফা সময়সীমা বাড়িয়েছে। সর্বশেষ ৩০ জানুয়ারির আদেশ অনুযায়ী, রিটার্ন জমার চূড়ান্ত সময়সীমা ১৬ ফেব্রুয়ারি নির্ধারণ করা হয়েছে। যারা এখনো রিটার্ন জমা দেননি, তাঁদের দ্রুত কাগজপত্র সংগ্রহ করে আজ বা আগামীকাল মধ্যেই জমা দিতে হবে।
অনলাইন রিটার্ন জমা দেওয়ার উপায়
এনবিআর করদাতাদের অনলাইনে রিটার্ন জমায় উৎসাহিত করছে। চলতি অর্থবছরে এখন পর্যন্ত প্রায় ১৫ লাখ করদাতা অনলাইনে রিটার্ন জমা দিয়েছেন।
✅ অনলাইন রিটার্ন জমার ঠিকানা: etaxnbr.gov.bd ✅ নিবন্ধনের জন্য প্রয়োজন:
অনলাইনে রিটার্ন দিতে কোনো কাগজপত্র আপলোড করতে হবে না, শুধু প্রয়োজনীয় তথ্য প্রদান করলেই হবে।
সনাতনী পদ্ধতিতে রিটার্ন জমা
যাঁরা অনলাইনে নয়, সরাসরি কর কার্যালয়ে গিয়ে রিটার্ন জমা দিতে চান, তাঁদের আগামীকাল সংশ্লিষ্ট কর অফিসে গিয়ে রিটার্ন জমা দিতে হবে। তবে এবার কর কার্যালয়ে ভিড় তুলনামূলক কম, কারণ অধিকাংশ করদাতা অনলাইনে রিটার্ন দিচ্ছেন।
সহায়তা নিন এনবিআর কলসেন্টারে
যদি অনলাইনে রিটার্ন জমা দিতে সমস্যা হয়, তবে এনবিআরের কলসেন্টার থেকে সহায়তা নেওয়া যাবে।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।