facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২১ এপ্রিল সোমবার, ২০২৫

Walton

শেষ হলো এইচএইচ এক্সপোর আন্তর্জাতিক প্রদর্শনী


২৬ আগস্ট ২০২৩ শনিবার, ০৭:৩১  পিএম

স্টাফ রিপোর্টার

শেয়ার বিজনেস24.কম


শেষ হলো এইচএইচ এক্সপোর আন্তর্জাতিক প্রদর্শনী

‘এইচএইচ এক্সপো-২০২৩’ শীর্ষক তিন দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী শনিবার (২৬ আগস্ট) শেষ হয়েছে। হোটেল, রেস্টুরেন্ট, ক্যাটারিং অ্যান্ড হসপিটালিটি প্রোডাক্টস অ্যান্ড ইকুয়েপমেন্ট নিয়ে এ প্রদর্শনী শুরু হয়েছিল গত ২৪ আগস্ট। রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় শুরু হওয়া এ প্রদর্শনীর মূল উদ্যোক্তা ছিল স্যাভর ইন্টারন্যাশনাল লিমিটেড।

আয়োজকরা জানিয়েছেন, এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসাবে ছিলেন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আমিন হেলালী, বাংলাদেশ মালয়েশিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিএমসিসিআই) প্রেসিডেন্ট আলমাস কবীর, এফবিসিসিআই’র পরিচালক মোহাম্মদ ইসহাকুল হোসাইন স্যুইট, শেফ ফেডারেশন অব বাংলাদেশের প্রেসিডেন্ট শেফ জহির খান, আশারে বাংলাদেশ চ্যাপ্টারের চেয়ারম্যান (আরপি) ইঞ্জিনিয়ার হাসমতুজ্জামান, গ্রিন বিল্ডিং এক্সপার্ট এবং ৩৬০ টোটাল সল্যুশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অনন্ত আহমেদ এবং স্যাভর ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফায়জুল আলম।

অনুষ্ঠানে অতিথিরা জানান, এইচএইচ এক্সপো বাংলাদেশে দ্রুত বর্ধনশীল হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সংশ্লিষ্ট শিল্পের বিকাশে সহায়ক ভূমিকা পালন করবে এই এক্সপো। এ দেশে এই শিল্পের বিকাশের ব্যাপক সম্ভাবনা রয়েছে। তাই এ শিল্পের উন্নয়নে তারা সরকারের নীতিগত সহায়তা কামনা করেন।

বাংলাদেশের পণ্যের রফতানি বাজার তৈরির লক্ষ্যে নিয়মিত এ জাতীয় প্রদর্শনীর আয়োজন করে আসছে স্যাভর ইন্টারন্যাশনাল লিমিটেড।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন:

কর্পোরেট -এর সর্বশেষ