facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ১৫ জানুয়ারি বুধবার, ২০২৫

Walton

শেয়ারবাজারে দুর্নীতির থাবা : শেয়ার জব্দ


১৫ জানুয়ারি ২০২৫ বুধবার, ১০:৪১  এএম

ডেস্ক রিপোর্ট

শেয়ার বিজনেস24.কম


শেয়ারবাজারে দুর্নীতির থাবা : শেয়ার জব্দ

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি খাত ও শিল্পবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের বিরুদ্ধে শেয়ারবাজারে বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠে এসেছে।

সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যায়, সাম্প্রতিক সময়ে তার বিভিন্ন প্রতিষ্ঠানের ৬ হাজার ৮০০ কোটি টাকার শেয়ার জব্দ করা হয়েছে।

বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইউ) এর অনুরোধে বাংলাদেশের শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এই শেয়ার জব্দ করেছে।

শুধু সালমান এফ রহমানের শেয়ারই নয়, অন্যান্য কোম্পানির ৭০০ কোটি টাকার শেয়ারও জব্দ করা হয়েছে বলে বিএসইসি সূত্রে জানা গেছে।

গত আগস্ট থেকে ডিসেম্বরের মধ্যে ব্যাংক হিসাব এবং শেয়ারবাজার থেকে মোট ২২ হাজার কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে বিএফআইউ। এর মধ্যে ব্যাংক খাত থেকে ১৪ হাজার ৫০০ কোটি টাকার বেশি এবং শেয়ারবাজার থেকে ৭ হাজার ৫০০ কোটি টাকার সম্পত্তি জব্দ করা হয়েছে।

এছাড়া, আলোচ্য সময়ে ১১২টি মামলার আওতায় ৩৬৬ জন ব্যক্তির ব্যাংক হিসাব জব্দ করেছে বিএফআইউ। যেসব হিসাবের মধ্যে অনিয়ম পাওয়া যাবে, তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে গোয়েন্দা সংস্থাটি।

এই ব্যাপক জব্দ অভিযানে শেয়ারবাজারে অস্থিরতা তৈরি হয়েছে। বাজার বিশ্লেষকরা মনে করছেন, এ ধরনের কার্যক্রম শেয়ারবাজারের স্থিতিশীলতা নিশ্চিত করতে সহায়ক হলেও বিনিয়োগকারীদের আস্থায় চিড় ধরতে পারে।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: