facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২০ এপ্রিল রবিবার, ২০২৫

Walton

শৈত্যপ্রবাহ: প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস শুরু সকাল ১০টায়


২২ জানুয়ারি ২০২৪ সোমবার, ০৬:০০  পিএম

স্টাফ রিপোর্টার

শেয়ার বিজনেস24.কম


শৈত্যপ্রবাহ: প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস শুরু সকাল ১০টায়

চলমান শৈত্যপ্রবাহের কারণে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে সকাল ১০টায় ক্লাস শুরু হবে বলে প্রাথমিক ও গণ শিক্ষা মন্ত্রণালয় এক আদেশে জানিয়েছে।

মধ্য জানুয়ারি থেকে দেশের বিস্তীর্ণ অঞ্চলে শীতের প্রকোপ বাড়ছে। রাজশাহী, রংপুর বিভাগসহ দেশের বিস্তীর্ণ অঞ্চলে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। সোমবার (২২ জানুয়ারি) দিনাজপুর ও বদলগাছীতে দেশের সর্বনিম্ন ৮.১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। শিক্ষার্থীদের কথা বিবেচনা অনেক জেলায় স্কুল বন্ধ রাখা হচ্ছে।

সোমবার প্রাথমিক ও গণ শিক্ষা মন্ত্রণালয়ের আদেশে বলা হয়, সারাদেশে চলমান শৈত্যপ্রবাহের কারণে শিক্ষার্থীদের অসুবিধার কথা বিবেচনা করে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান সময়সূচি এক ঘণ্টা পেছোনো হল। আপাতত স্কুল শুরু হবে সকাল ১০টায়। ৩১ জানুয়ারি পর্যন্ত এ নিয়ম চলবে।

কোথাও তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেলে স্কুল বন্ধ রাখার যে আদেশ গত ১৬ জানুয়ারি দেওয়া হয়েছিল, তাও বহাল থাকবে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: